বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ডাক্তার ভাই-এর মতো কেউ কি হবেন?


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৯.২০১৫

dr 11988340_925859934147401_7636417007501151160_n
মোহাম্মদ আলী বোখারী : অনলাইন গুগল ম্যাপে নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন থেকে বাংলাদেশের অজপাড়াগাঁ টাঙ্গাইলের মধুপুর বনের কাইলাকুঁড়ি গ্রামের সরাসরি ভৌগোলিক দূরত্ব ১১ হাজার ৩৬৩ কিলোমিটার। তেমনি দূরত্বের একজন মানুষ, ডা. এডরিক বেকার প্রায় ৩০টি বছর মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করে ৭৫ বছর বয়সে নিজের প্রতিষ্ঠিত স্বাস্থ্যকেন্দ্রে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। এমনকি শেষ ইচ্ছায় সেখানেই তাকে সমাহিত করা হয়েছে। কতটা আÍত্যাগ ও সুগভীর ভালোবাসা থাকলে এমনটি সম্ভব!
খবরটা আমাকে বিষম মুষড়ে দিয়েছে! দৃষ্টিসীমায় এই মানুষটির কথা মনে পড়লো, যাকে আমি দেখেছি টাঙ্গাইল শহরে কুমুদিনী মহিলা কলেজ সংলগ্ন ময়মনসিংহ রোডের একটি টিনের বাড়িতে ভাড়া থাকতেন এবং প্রতিদিন সকালে সাইকেল চালিয়ে এলেঙ্গা কিংবা অন্য কোনো গন্তব্যে রোগীর সেবায় ছুটে যেতেন। কখনও সাইকেলের চেইন পড়ে যেত অথবা চাকায় বাতাস থাকতো না। কিন্তু তাতে তার ছুটে চলা থেমে থাকেনি। কেবলি ছুটেছেন অদম্য মানবিক সেবার ব্রতে।
তাই ডা. এডরিক বেকারের প্রয়াণে নিজের অনুভূতিটা ধরে রাখতে পারলাম না। নিজেও আমি একদিন ডাক্তার হতে চেয়েছিলাম। কিন্তু বাবা তা হতে দেননি। বলতেনÑ ‘তুমি ডাক্তার হয়ে গভীর রাতে কোনো রোগীর ডাকে সাড়া না দিলে স্রষ্টা আমাকে দায়ী করবেন। দায়ী করবেন এ কারণে যে, একটি গরিব রাষ্ট্রের অর্থে ডাক্তার হয়ে তারই জনগণের সেবায় আসলে না’। নিজের অবোধ মনকে শান্ত করাতে একদিন বাবার বন্ধু পিজির এনাটমি বিভাগের প্রধান ডা. বারীর একজন এফসিপিএস ছাত্র ডা. ফাতাহকে সঙ্গে নিয়ে হাসপাতালের ক্যাফেটেরিয়ায় বসলেন। ডা. ফাতাহ বাবার কথাতেই সায় দিলেন। আমি নিজেকে শান্ত করলাম এবং পরবর্তী জীবনে ডাক্তার হতে না পারার দুঃখবোধে নানা জেলায় অন্ধ মানুষের দৃষ্টিদান কর্মসূচি ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে জীবনরক্ষাকারী পেসমেকার ব্যাংক প্রতিষ্ঠায় রোটারি ও রোটার‌্যাক্ট ক্লাবের মাধ্যমে আÍনিবেদিত হতে চেষ্টা করলাম। আমি জানিনা, আমার বাবার বিদেহী আত্ম দেখতে পেয়েছে কিনা!
কিন্তু এই মধ্যবয়সে বাবার কথাটিই যথার্থ মনে হচ্ছে মধুপুরের সেই আত্মউৎসর্গিত ‘ডাক্তার ভাই’ এডরিক বেকারের জীবনাবসান দেখে। নিউজিল্যান্ডের একজন ডাক্তার হয়েও কর্দমাক্ত ও দুর্গম মধুপুর বনে মাটির মেঝেতে শুয়েই তিনি ২৮টি বছর সেবার অত্যুজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেলেন। নিজের স্বাস্থ্যকেন্দ্রটির পরিচালনায় বছরে এক কোটি টাকার অর্থের জোগানটিও বিদেশের পরিবার-পরিজন থেকে নিয়ে চলেছেন। মাত্র ৫ বা ১০ টাকায় রোগীরা যাবতীয় চিকিৎসা পেত। সেই মানুষটিই ২০১১ সালে ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আই হেভ চোসেন দিস কান্ট্রি ইন অর্ডার টু গিভ দেম এ লিটল হেলথ সাপোর্ট’। সেখানে তার শেষ কথাটি ছিলÑ ‘মেনি স্টুডেন্টস গেট এমবিবিএস ডিগ্রিজ ইন দ্য কান্ট্রি এভ্রি ইয়ার। আই অ্যাম ওয়েটিং ফর ওয়ান অব দেম টু কাম অ্যান্ড টেক দ্য রেসপনসিবিলিটি টু প্রোভাইড ট্রিটমেন্ট টু দ্য পুওর ইন দ্য এরিয়া’। এখনও দেশের কোনো ডাক্তার সেই কাইলাকুঁড়ি স্বাস্থ্যকেন্দ্র পরিচালনার দায়িত্বটি গ্রহণে এগিয়ে যাননি। কেউ কী যাবেন?



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি