শনিবার,১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


গান নাচ কথামালায় বাংলানিউজের বর্ণিল আয়োজন


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১১.২০১৫

bn_5year__cellbrate_49_743970209

পূর্বাশা ডেস্কঃ

দেশের অগ্রসরমান নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামের পাঁচতারকা হোটেল রেডিসনে রাজনীতিবিদ, ব্যবসায়ী, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মিলনমেলা বসেছিল।  নাচ, গান, কথামালায় সন্ধ্যায় শুরু হওয়া অনুষ্ঠান কখন যে মধ্যরাতের ঘরে গিয়ে পৌঁছে, তা টেরই পাননি উপস্থিত লোকজন।

বাংলানিউজ নিয়ে সমাজের বিশিষ্টজনদের অনুভূতির বর্ণনা ছিল উচ্ছ্বাসে ভরপুর।  এর সঙ্গে ভারতজয়ী গায়ক সমরজিৎ আর বাংলার কোকিলকণ্ঠী গায়িকা হৈমন্তী রক্ষিত মানের গানে মোহাবিষ্ট ছিলেন শ্রোতারা।  সব মিলিয়ে বর্ণিল হয়ে উঠেছিল বাংলানিউজের আয়োজন।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় হোটেল রেডিসনের মেজবান হলে শুরু হয় ৫ম বর্ষপূর্তির অনুষ্ঠান।  এর আগেই হলরুম কানায় কানায় পূর্ণ হয়ে যায়।  অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে ছিল বক্তব্য, বাংলানিউজ নিয়ে তথ্যচিত্র প্রদর্শনী, নাচ এবং গান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন, বাংলানিউজের এডিটর ইন চীফ আলমগীর হোসেন, সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, ভারতের সহকারি হাইকমিশনার সোমনাথ হালদার, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য ড.সরোজ কান্তি সিংহ ‍হাজারী, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, এফবিসিসিআই’র পরিচালক ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ ও নির্বাহী সম্পাদক রফিকুল বাহার, সিএমপি কমিশনার মোহা.আব্দুল জলিল মন্ডল ও অতিরিক্ত কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) একেএম শহীদুর রহমান, চট্টগ্রামের পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার, কক্সবাজারের যুগ্ম জেলা জজ মো.মাহাবুবুর রহমান, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মিজানুর রহমান জোয়ার্দ্দার, বিজিএমইএ’র সাবেক প্রথম সহ-সভাপতি নাসিরউদ্দিন চৌধুরী এবং খুলশী ক্লাবের প্রেসিডেন্ট নিয়াজ মোরশেদ এলিট।  এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলানিউজের হেড অব নিউজ মাহমুদ মেনন খান।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, অল্প সময়ের মধ্যে বাংলাদেশে জনপ্রিয় নাম বাংলানিউজটোয়েন্টিফোর.কম।  প্রকৃত সংবাদ এব্ং লেটেস্ট সংবাদ পরিবেশন করে ইতিমধ্যে পাঠক প্রিয়তা অর্জন করেছে ওয়েবসাইটটি। এই বিষয়টা এখন আমার জানা।  বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশ করে বাংলানিউজ এখন দেশের শীর্ষস্থানে অবস্থান করছে। সর্বশেষ সংবাদ সবার আগে প্রচার করার ক্ষেত্রে বিশ্বস্ততা অর্জন করেছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, আজ সবকিছুর পরিবর্তন হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে ‍আসছে নতুন নতুন ধারণা ও ব্যবস্থা। অনলাইন সংবাদ মাধ্যম তেমনই একটা নতুন কিছু। অনলাইন মিডিয়া যে আজ এগিয়ে যাচ্ছে, তারই প্রমাণ বাংলানিউজের এ অনুষ্ঠান। আগে এমন অনুষ্ঠান দেখা যেতো না।

বাংলানিউজের এডিটর ইন চীফ আলমগীর হোসেন বলেন, সকালে নাস্তাটা ফ্রেশ, কিন্তু টেবিলে পত্রিকাটাই কেবল থাকছে বাসি। সেখানে যা লেখা রয়েছে, সেগুলো আগের দিনই আমরা অনলাইনে জেনে যাচ্ছি। এছাড়াও মধ্যরাতে ঘটে যাওয়া ঘটনার সংবাদগুলো পত্রিকায় প্রকাশ পাচ্ছে না। ফলে তা হয়ে যাচ্ছে আরও বাসি। ধীরে ধীরে পত্রিকার অবসান হবে এবং অনলাইনই চলবে, এটাই বাস্তবতা।

তিনি বলেন, এখন আর চাইলেই সবসময় টেলিভিশন দেখা সম্ভব নয়। অথচ হ্যান্ডহেল্ড মিনি স্ক্রিন কিন্তু সঙ্গেই থাকে। তাছাড়া টেলিভিশন খুললেই সিনেমা আর কার্টুনের প্রাধান্য থাকে। তাই খবর জানতে মানুষ অনলাইনেই প্রবেশ করছে।

অনলাইনের দাপটে এক সময় কাগজের পত্রিকা বিলীন হবে জানিয়ে আলমগীর হোসেন বলেন, ‌আমাদের পত্রিকাগুলোকে তাদের অনলাইনকে আরো সক্রিয় করতে হবে। আর অনলাইনের প্রসারেই চাকরির জায়গা তৈরি হবে।

অনলাইনে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব সর্ম্পকে তিনি বলেন, শনিবার রাশিয়ার একটি যাত্রীবাহী প্লেন দুর্ঘটনায় দুশো জনের বেশি যাত্রী মারা যওয়ার ঘটনা স্বীকার করেনি মিশর। অন্যদিকে রাশিয়া বলে প্লেন দুর্ঘটনা হয়েছে। তখন কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিতে হয়।

আবদুল্লাহ আল নোমান বলেন, বিশ্ব হাতের মুঠোর চলে এসেছে, এর অর্থ পৃথিবী আকারে ছোট হয়ে আসছে এমন না, প্রযুক্তির কল্যাণে ঘরে বসে আমরা সব খবর পাচ্ছি। যে সংবাদ আমরা পরের দিন পেতাম, এখন আমরা ঘটনা ঘটার পর মুহূর্তেই পাই।  আমাদের দেশীয় সংবাদমাধ্যম বাংলানিউজ বিশ্বের সংবাদ জানার সুযোগ আরও বাড়িয়ে দিয়েছে।

এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে বাংলানিউজ কাজ করছে। দেশে সবার আগে খবর দিতে পারছে তারা।  বাংলানিউজটোয়েন্টিফোর.কম যেভাবে দেশে ও বিদেশের খবরাখবর প্রকাশ করছে তা সত্যিই উন্নয়নের জন্য কার্যকরী। বাঙালি জাতি সারাবিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে কারণ আমরা রক্ত দিয়েছি।

এখনও রক্ত দিয়ে যাচ্ছি। আমরা ৭১’র চেতনা নিয়ে এগিয়ে চলছি।  অনেক রাজনীতিবিদরা ভোট পাওয়ার জন্য দেশের সম্পর্কে মন্দ কথা ছড়ান। সেটিকে যেন সংবাদমাধ্যমে বড় করে তুলে ধরা না হয়। ক্ষুদ্র সমস্যাগুলো আমাদের কাছে সমস্যা নয়। বাংলাদেশকে সুন্দর করতে সব ধরনের যোগ্যতা আমাদের রয়েছে।

সমুদ্রবন্দর যাতে আমাদের অর্থনৈতিক অবস্থাকে উন্নত করতে পারে আমরা সে চেষ্টাই করছি।

ভারতের সহকারি হাইকমিশনার সোমনাথ হালদার বলেন, বাংলানিউজ একটি সফল অনলাইন মাধ্যমের নাম। তারা সফলতার সঙ্গে পাঁচ বছর অতিক্রম করেছে। তাদের পথচলায় পাঁচের সঙ্গে দুটি শূন্য যোগ হোক, এই কামনা।  বাংলাদেশে আসার পরে শুরু থেকেই বাংলানিউজের সঙ্গে আমার পরিচয়। ব্যক্তিগতভাবে তারা আমাকে অনেক বেশি সহায়তা করে। ভারতে যাওয়ার পর আমার যখন জানতে ইচ্ছে করে বাংলাদেশে কি হচ্ছে, আমি একমাত্র বাংলানিউজ ভিজিট করি। কারণ এখানে পাওয়া যায় সর্বশেষ বস্তুনিষ্ঠ সংবাদ।  তারা সফলতার সঙ্গে পাঁচ বছর পার করেছে, আমি আশা করি এই পথ চলায় সফলতার পাঁচ সংখ্যার পাশে শূন্য যোগ হোক।

চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজ, আমাদের ভালো লাগার প্রতিষ্ঠান। কারণ বাংলানিউজ আমাদের কথা বলে, বাংলানিউজ চট্টগ্রামের কথা বলে।  বাংলানিউজের কথা বলতে গেলে প্রথমেই আলমগীর হোসেনের নাম চলে আসে, যিনি বাংলানিউজের জনক। এরপরেই নাম আসে, আমাদের তপন চক্রবর্তীর, কারণ তিনি সফলতার সঙ্গে চট্টগ্রামের কথা, আমাদের কথা তুলে আনেন।

যুগ্ম জেলা জজ মাহাবুবুর রহমান বলেন, বাংলানিউজ এখন সংবাদমাধ্যমে সবেচেয়ে জনপ্রিয় অনলাইন। এখানে দ্রুত খবর পেতে আমরা বার বার প্রবেশ করি। বাংলানিউজে প্রবেশ করলে মনে হয় এনসাইক্লোপিডিয়ায় প্রবেশ করেছি। এখানে শুধু দ্রুত সংবাদ নয়, বরং বিশ্লেষণ, মানবিক রিপোর্ট, অনুসন্ধান সবই রয়েছে।

খুলশী ক্লাবের সভাপতি নিয়াজ মোর্শেদ বলেন, আমরা এখন আর কোলড্রিংকস চাই না, কোক চাই।  তেমনি সদ্য সংবাদের জন্য কাউকে বলি, ‘বাংলানিউজে ঢুকে দেখতো কি হচ্ছে।

বক্তৃতাপর্বের মধ্যেই নন্দিত নৃত্যশিল্পী অনন্য বড়ুয়ার নির্দেশনায় ক্ষুদে শিল্পীরা মঞ্চে নিয়ে আসেন মনোমুগ্ধকর নাচ।  পাহাড়ি সংস্কৃতি, চিরায়ত বাংলার বিয়ের চিত্র নৃত্যের মধ্য দিয়ে মঞ্চে ফুটিয়ে তুলেন শিল্পীরা।

বক্তৃতাপর্ব শেষে মঞ্চে প্রথমে গান নিয়ে আসেন ক্লোজআপ ওয়ান খ্যাত তারকা সাব্বির।  এরপর হৈমন্তী রক্ষিত মান এবং ভারত থেকে আসা সমরজিৎ সংগীতি পরিবেশন করেন।  ভারতের শিল্পী সমরজিৎকে ক্রেস্ট প্রদান করেন বাংলানিউজের ব্যুরো এডিটর তপন চক্রবর্তী।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী ও মিলি চৌধুরী।

অনুষ্ঠানে এসে শুভেচ্ছা জানান জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, এফবিসিসিআই’র সাবেক পরিচালক আমিরুল হকসহ বিভিন্ন শ্রেণীপেশার বিশিষ্টজনেরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি