রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » মিডিয়া » ‘দৈনিক আমারদেশ’ এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিচার শুরু


‘দৈনিক আমারদেশ’ এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিচার শুরু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১০.২০১৫

index_101854
মিডিয়া ডেস্কঃ
বাসে আগুন দেয়ার মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্যদিয়ে এ মামলার বিচারকাজ শুরু হলো। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আলী মাসুদ শেখ এ আদেশ দেন। অপর আসামিরা হলেন আবদুর রহিম, রিপন কুমার কুণ্ডু, আনোয়ারুজ্জামান, মেহেদী হাসান, লুৎফর রহমান, আমিনুল ইসলাম, শাহজাহান বাবু ও জাহাঙ্গীর খাঁ।

আসামিদের বিরুদ্ধে ২০১৩ সালের ১৭ই মার্চ তেজগাঁও থানার ফার্মভিউ সুপার মার্কেটের সামনে রাস্তার ওপর একটি বাসে আগুন দেয়ার অভিযোগ আনা হয় । এ ঘটনায় ৬ নম্বর বাসের চালক বাদী হয়ে মামলা করেন। এদিকে আজ মাহমুদুর রহমানকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করা হলেও আদালত তা নাকচ করেছেন। অব্যাহতির আবেদনে বলা হয়, এ মামলার এজাহারে আসামির নাম ছিল না। তিনি ঘটনার কিছুই জানেন না। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তার নাম অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি গুরুতর অসুস্থ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি