সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘আইএসআই বাংলাদেশ এবং ভারতের জন্য বড় হুমকি’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১১.২০১৫

ISI2-400x274

দ্য ইকোনোমিক টাইমস : পাকিস্তান ও দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশ এবং ভারতের জন্য বড় ধরনের হুমকি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক অপরাধ বিষয়ক উপদেষ্টা ওয়ালিউর রহমান।

ভারতে দুইদিন ব্যাপি ‘মেগাসিটি সিকিউরিটি কনফারেন্সে’ অংশ নিয়ে তিনি দেশটির গণমাধ্যম পিটিআইকে এ কথা বলেন বাংলাদেশের সাবেক এই পররাষ্ট্র সচিব।

ওয়ালিউর রহমান বলেন, পাকিস্তান সন্ত্রাসের একটি উপকেন্দ্র এবং শুধু ভারতই নয় বাংলাদেশও দেশটির সন্ত্রাসী কর্মকা-ের ভুক্তভোগী।

তিনি আরও বলেন, ‘পাকিস্তান এবং এইএসআই আমাদের জন্য বড় ধরনের হুমকি। তারা ভারত এবং বাংলাদেশে তাদের এজেন্ট পাঠানো অব্যাহত রেখেছে। আইএসআই একটি সন্ত্রাসের কেন্দ্র। শুধু এই দুই দেশেই নয়, তারা নেপাল, মালদ্বীপ, শ্রীলংকা, আফগানিস্তান এবং অন্যান্য সার্কভুক্ত দেশে তাদের কার্যক্রম সম্প্রসারণ করে চলেছে।’

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘তারা একটি অস্থিতিশীলতা সৃষ্টিকারী বাহিনী। তারা আমাদেরও অস্থিতিশীল করার চেষ্টা করেছে, তবে ব্যর্থ হয়েছে। তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে ভারতীয়দেরই প্রশিক্ষণ দিতে আমাদের দেশে ১০১টি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেছিল। তবে ভারতের সহায়তায় আমরা তাদের ফিরিয়ে দিয়েছি। আমরা ভাবতেই পারিনা, পাকিস্তান আমাদের দেশকে ভারত-বিরোধী কাজে ব্যবহার করবে।’

ভারতকে প্রকৃত বন্ধু হিসেবে আখ্যায়িত করে ওয়ালিউর রহমান বলেন, ‘বাঙালিরা খুব আবেগপ্রবণ মানুষ। বাংলাদেশে আইএসআইকে সমর্থন করা দুইটি রাজনৈতিক দল জামায়াত-ই-ইসলামি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া বাকি সব বাঙালিরাই আমাদের সাথে আছে।’

তিনি বলেন, ১৯৯৬ সালে শেখ হাসিনা ক্ষমতায় এসে আমাকে দিল্লি পাঠায় এবং আমি ভারতের তৎকালীন স্বরাষ্ট্র সচিবের সাথে সাক্ষাৎ করি। আমি তার পরামর্শ অনুসারে আইএসআই’র প্রশিক্ষণ কেন্দ্রগুলোর তালিকা তৈরি করি এবং সেগুলো অপসারণ করি।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি