সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলাদেশে এখনো ৫ ভারতীয় জঙ্গি সংগঠনের আস্তানা!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১১.২০১৫

Capture79

ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশে ভারতের বিচ্ছিন্নতাবাদি সংগঠনের অস্তিত্ব থাকার বিষয়ে বিভিন্ন প্রমাণ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

তবে বিজিবি জানিয়েছে, বাংলাদেশে ভারতের বিচ্ছিন্নতাবাদি সংগঠনের স্থায়ী কোনো আস্তানা নেই এবং বাংলাদেশ কখনো তার ভূমিকে বিচ্ছিন্নতাবাদিদের ব্যবহার করতে দেবে না।

সীমান্ত ব্যবস্থাপনা বিষয়ে সিলেটে বিজিবির সাথে এক সম্মেলনে এসব প্রমাণ হস্তান্তর করে বিএসএফ’র একটি প্রতিনিধি দল।

সোমবার বিএসএফের এক বিবৃতিতে বলা হয়, মেঘালয় ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক (আইজি) সুরেশ কুমারের নেতৃত্বে ওই প্রতিনিধি দলটি ভারতের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদি সংগঠনের বিষয়ে বিজিবির সাথে কথা বলে। এসব সংগঠন হচ্ছে, গারো ন্যাশনাল লিবারেশন আর্মি (জিএনএলএ), ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা), হাইনিউত্রেপ ন্যাশনাল লিবারেশন কাউন্সিল (এইচএনএলসি), ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোরোল্যান্ড (এনডিএফবি) এবং ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব টিপরা (এনএলএফটি)।

চোরাচালানের মতো বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ নিয়ে আলোচনা হয় সম্মেলনে। সীমান্তে অবৈধ কার্যক্রম দমনে দুই বাহিনীর যৌথ প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করে বিএসএফ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি