মঙ্গলবার,১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » শ্রীনিবাসন বিশ্ব ক্রিকেটের মানচিত্র থেকে হারিয়ে গেছে’


শ্রীনিবাসন বিশ্ব ক্রিকেটের মানচিত্র থেকে হারিয়ে গেছে’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১১.২০১৫

123545641-400x3482
ডেস্ক রিপোর্ট :

পরিকল্পনামন্ত্রী ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান উপদেষ্টা  আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘অন্যায়ের সঙ্গে কখনও আপোষ করিনি। বাংলাদেশের সঙ্গে কখনও বিশ্বাসঘাতকতা করিনি। আমাদের সঙ্গে অন্যায় করায় শ্রীনিবাসন আজ বিশ্ব ক্রিকেটের মানচিত্র থেকে হারিয়ে গেছে।’

শনিবার সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল পরিচিতি ও সংগীত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম সংস্কারে ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কুমিল্লায় একটি আন্তর্জাতিক স্টেডিয়াম নির্মাণ করা হবে।’ তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য সকলের দোয়া কামনা করেছেন।

কুমিল্লার সন্তান আসিফ আকবর তার বক্তব্যে বলেন, আগে খেলাধুলায় কুমিল্লার গৌরব ছিলো। এখন কুমিল্লা স্টেডিয়ামে খেলা হয় না। কুমিল্লার ক্রীড়া উন্নয়নে তিনি পরিকল্পনা মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল, দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট, অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজা, জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু। সংগীত পরিবেশন করেন মমতাজ, মিলা, ফয়াদ ও তাপস।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি