মঙ্গলবার,১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সাকিবের ঘটনাকে দুর্ভাগ্যজনক বললেন মাশরাফি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০১৫

45647897

নিজস্ব প্রতিবেদক :

রংপুর রাইডার্সের বিপক্ষে জয়ের পর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এসেছিলেন সংবাদ সম্মেলনে। সেই সংবাদ সম্মেলনের একপর্যায়ে ইস্যু হয়ে গেলেন সাকিব আল হাসান, আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়িয়ে নিষেধাজ্ঞার খড়গে পড়ে যিনি এ ম্যাচে খেলতে পারেননি। অনেকটা সময় ধরে চলেছে এই প্রসঙ্গ; মাশরাফি ইচ্ছা করলে এড়িয়ে যেতে পারতেন। তবে সীমিত ওভারে জাতীয় দলের অধিনায়ক হিসেবে তিনি ইস্যুটিতে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। সেদিন সাকিবের সঙ্গে আম্পায়ারের যা ঘটেছে তাকে দুর্ভাগ্যজনক আখ্যায়িত করেছেন নড়াইল এক্সপ্রেস।

প্রসঙ্গটা আসে সাংবাদিকদের প্রশ্নে, সাকিব না থাকায় কিছুটা সুবিধা পেয়েছে কুমিল্লা? জবাবে মাশরাফি জানালেন, সাকিব যেহেতু সব ফরম্যাটে সেরা, তাই এই অলরাউন্ডারের অনুপস্থিতি যে কোনো দলের জন্য চাপের। আর প্রতিপক্ষের জন্য তা কিছুটা হলেও সুবিধার কারণ।

সাকিবকে নিয়ে একভাবে পরিকল্পনা করলেও সকালে সাকিব না থাকার খবর পেয়ে ছক বদলেছেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন কুমিল্লা অধিনায়ক। তবে ম্যাচে যে কুমিল্লার জয়টা প্রাপ্যই ছিল তাও বলতে ভুল করেননি মাশরাফি।

বৃহস্পতিবার সিলেট সুপারস্টার্সের বিপক্ষে ম্যাচ চলাকালে আম্পায়ার তানভির আহমেদের সঙ্গে অসদাচরণ করেছেন সাকিব। তাই শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচে তাকে নিষেধাজ্ঞার খড়গ মাথায় নিয়ে থাকতে হয়েছে দলের বাইরে।

সাকিব আম্পায়ারের সঙ্গে যে আচরণ করেছেন, তা কতটা যৌক্তিক হয়েছে? মাশরাফির উত্তর, ‘হয়তো সে উত্তেজনা ধরে রাখতে পারেনি। তবে খেলার কিছু নিয়ম-কানুন আছে। মাঠে আম্পায়ারের সিদ্ধান্তটাই চূড়ান্ত। এই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত থাকলে যুক্তি দেওয়া যায়। তবে এর বহিঃপ্রকাশ যেভাবে ঘটেছে তা খুবই দুর্ভাগ্যজনক। মানুষ তো ভুল থেকেই শেখে। আশা করছি, এই ঘটনার মাধ্যমে সাকিবসহ অন্য সবাই শিক্ষা নেবে।’

এ নিয়ে সম্প্রতি তৃতীয়বারের মতো নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে সাকিবকে। জাতীয় দলের অধিনায়ক হিসেবে দলের সিনিয়র একজন সদস্যের এই দিকটি কীভাবে দেখছেন- জানতে চাইলে মাশরাফি বললেন, ‘সাকিব সাধারণত মাঠে নেতিবাচক প্রতিক্রিয়া দেখায় না। আগের নিষেধাজ্ঞাগুলো ভিন্ন কারণে হয়েছে। আমি নিশ্চিত সে প্রতিক্রিয়া দেখাতে চায়নি।’

বিপিএলের মতো টুর্নামেন্টে উত্তেজনা বেশি থাকে, তাই দু-একটি ঘটনা ঘটছে। তবে মাশরাফির আশা, সব খেলোয়াড় নিজেদের পেশাদারিত্ব বজায় রাখবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি