শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


‘মমতা আইএসআই এজেন্ট’


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১২.২০১৫

MAMTA
ডেস্ক রিপোর্ট :

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আইএসআইয়ের এজেন্ট আখ্যায়িত করে তার বিরুদ্ধে রাষ্ট্র বিরোধী কর্মকা- উস্কে দেওয়া ও পশ্চিমবঙ্গে সন্ত্রাস আমদানির অভিযোগ এনেছে বিজেপির সিনিয়র নেতা সিদ্ধার্থনাথ সিং।

পশ্চিমবঙ্গের খিজিরপুর থেকে একটি ছাত্র সংগঠনের এক নেতাকে কলকাতার বিশেষ টাস্কফোর্সের (এসটিএফ) গ্রেফতারের পর তীব্র সমালোচনার সম্মুখীন হয় মমতার তৃণমূল কংগ্রেস (টিএমসি)।

বিরোধী দলের অভিযোগ, ক্ষমতাসীন রাজ্য সরকার রাষ্ট্র বিরোধী কাজকে উস্কে দিচ্ছে।

সিদ্ধার্থনাথ সিং বলেন, ‘২০১১ সালে ক্ষমতায় আসার পর মমতা ব্যানার্জি বাংলায় সন্ত্রাস আমদানি করেছে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর সারা রাজ্যে রাষ্ট্র বিরোধী কর্মকা- উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে।’

সিং অভিযোগ করে বলেন, নিজেদের ভোট বাড়াতে রাজ্য সরকার অনুপ্রবেশ বাড়াচ্ছে এবং নিজেদের স্বার্থে বিশৃঙ্খলভাবে ভোটার আইডি কার্ড বিতরণ করছে।

তিনি বলেন, ‘টিএমসি নেতা আইএসআইয়ের এজেন্ট পরিণত হয়েছেন। তিনি কলকাতায় থেকে কাজ পরিচালনা করছেন। বর্ধমানে স্থানীয় টিএমসি নেতার বাড়িতে খাদগড় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।’

তবে অর্থহীন বলে এ অভিযোগ অস্বীকার করেছেন টিএমসি নেতা ও পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি। তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় থাকার কারণেই সব সমালোচনার কেন্দ্রে পরিণত হয়েছি। তবে এটা হওয়া উচিৎ নয়। সব কিছুর পেছনে যুক্তি থাকা দরকার।’

এর আগে রোববার কলকাতা থেকে তিন সন্দেহভাজন আইএসআই গুপ্তচরকে এসটিএফ। গ্রেফতারকৃতরা হলো : আশফাক আনসারি এবং তার বাবা ইরশাদ হায়দার আনসারি ও চাচা জাহাঙ্গির খান। আশফাক তৃণমূল ছাত্র পরিষদের একজন নেতা। ২০১২ সালে তিনি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন।

সূত্র : ইন্ডিয়া টুডে



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি