শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


সৌদি আরবে এইডস রোগি ২১,৭৬১


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১২.২০১৫

What-happens-if-diagnosed-with-AIDS-or-Hepatitis-in-Saudi-Arabia

ডেস্ক রিপোর্ট :

১৯৮৪ সাল থেকে সৌদি আরবে ২১,৭৬১ জন এইডস আক্রান্ত রোগি নিবন্ধিত হয়েছেন। এর মধ্য ৬৩৩৪ জন সৌদি নাগরিক এবং ১৫,৪৩৭ জন বিদেশি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক তৌফিক বিন আহমেদ খোজা জানান, ২০১৪ সালে নতুন নিবন্ধিত ১,২২২ জনের ৪৪৪ জন সৌদি এবং ৭৭৮ জন বিদেশি। তিনি জানান, উপ-সাগরীয়  অঞ্চলের দেশগুলোর মানুষের মধ্যে এইডস সংক্রমণ কম। প্রতি হাজারে তা ০.১৫ থেকে ১.৯৫ ভাগ।

তিনি আরও বলেন, মানুষের অজ্ঞতা, অসচেতনতা, বড় শহরগুলোতে স্থানাস্তর, একই ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে একাধিক মাদকসেবীদের নেশাগ্রহণ, বিভিন্ন দেশের অধিবাসীদের মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়া ইত্যাদি নানা কারণে এইচআইভি বাড়ছে।

উপসাগরীয় অঞ্চলভুক্ত স্বাস্থ্য মন্ত্রণালয়গুলো ভাইরিস ছড়িয়ে পড়া প্রতিরোধে নানা সতর্কতামূলক ব্যবস্থা নেয়। বহিঃবিশ্ব থেকে রক্ত আমদানী বন্ধ, বিশেষত তরুণ প্রজন্মকে সচেতন করতে নানান প্রচারণামূলক কার্যক্রম বৃদ্ধি করা হচ্ছে।

এইডস রোগীদের এই পরিসংখ্যান স¤পর্কে সৌদি চ্যারিটি এ্যাসোসিয়েশনের সভাপতি সানা মুস্তফা ফিলিম্বান বলেন, ভাইরাস আক্রান্তদের প্রকৃত অবস্থান আসলে প্রতিফলিত হচ্ছে না। দেশে এর সংক্রমণ ছড়িয়ে না পড়ার লক্ষ্যে প্রত্যেক নাগরিকসহ সরকারি ও বেসরকারি সকল সংস্থারই পদক্ষেপ নেয়া জরুরি।

রক্ষণশীল আরব সমাজের মানুষেরা এইচআইভি এবং এইডস সংক্রান্ত কোন বিষয়েই আলাপ আলোচনা করতে আগ্রহী নয়। ফলে সামাজিক সচেনতার হার বাড়ছে না এবং ভুক্তভোগীরা বৈষম্যের শিকার হচ্ছেন। এদিকে সামাজিক অপবাদের কারণে অসংখ্য মানুষই এইডস পরীক্ষা করাতে অস্বীকৃতি জানিয়েছে। অজ্ঞতার কারণে চিকিৎসা সেবা প্রাপ্তির পরেও গুরুত্ব দিচ্ছে না তারা।

সারা মুস্তফা বলেন, এতে বোঝা যাচ্ছে মানুষ এখনও অবৈধ যৌন স¤পর্কের বিপদগ্রস্ততা স¤পর্কে অবগত নয়। তাদের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে শিশু ও এবং অন্যান্যের মধ্যে। আরব নিউজ



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি