শনিবার,১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


নিম্নমধ্য আয়ের দেশ এখনো হয়নি বাংলাদেশ’


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১২.২০১৫

url4
স্টাফ রিপোর্টারঃ

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বিশ্বব্যাংকের মতে আমরা ইতোমধ্যেই নিম্নমধ্য আয়ের দেশে পরিণত হয়েছি। কিন্তু এই স্ট্যাটাসটা দেয় জাতিসংঘ। ২০১৮ সালে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সম্মেলনে এ ঘোষণা আসতে পারে। এজন্য আমাদের আরো দু’ বছর অপেক্ষা করতে হবে।

পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উন্নয়নের নির্দেশক সমূহের অগ্রগতি পর্যালোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বুধবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, ‘আমি মনে করি, ২০২১ সালের আগে আমরা নিম্নমধ্য আয়ের দেশে পরিণত হলেও নিজেদেরকে সেভাবে পরিচয় দেয়া উচিৎ হবে না। কেউ যদি বলেও আমরা নিম্নমধ্য আয়ের দেশে পৌঁছে গেছি, তাহলেও আমরা সে বক্তব্য গ্রহণ করব না। কারণ, সেটা গ্রহণ করলে দাতারা আমাদের যে সুবিধাগুলো দেয় তা কমিয়ে দেবে।’

মন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে অনেক দাতা দেশই নোটিশ দিয়েছে, বাংলাদেশ নিম্নমধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। ফলে তারা তাদের প্রদত্ত ঋণের উপর সুদের হার বাড়াতে চায়। এছাড়া অন্য যে সুবিধাগুলো দেয় সেগুলোও কমিয়ে দিতে চায়। এ কারণেই আমরা ২০২১ সালের আগে নিজেদেরকে নিম্নমধ্য আয়ের দেশ হিসেবে পরিচয় দিতে চাই না।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি