মঙ্গলবার,১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘চাপে’ সরে দাঁড়িয়েছেন মুশফিক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১২.২০১৫

ডুটবটবুপক

ডেস্ক রিপোর্ট : সিলেট সুপার স্টার্সের কোচ সরওয়ার ইমরান বলেছেন, চাপটা নিতে পারছিলেন না বলে মুশফিকুর রহিম সরে দাঁড়িয়েছেন নেতৃত্ব থেকে। তবে সংবাদ সম্মেলনে সিলেট কোচের কথায় ইঙ্গিত ছিল বাইরের চাপেরও।

রোববার দিনের প্রথম ম্যাচে সবচেয়ে বড় চমক ছিল এটিই। মুশফিকের বদলে সিলেটের হয়ে টস করতে যান শহীদ আফ্রিদি। টসের সময় আফ্রিদি বলেছিলেন, ‘মুশফিক স্বস্তি বোধ করছিল না। সে-ই দলের স্বত্বাধিকারীকে বলেছে, ‘আমি চাই আফ্রিদি নেতৃত্ব দিক।’ তারা পরে আমাকে অনুরোধ করেছে।’

ম্যাচ শেষে সিলেট কোচের সংবাদ সম্মেলনের প্রায় পুরোটা জুড়েই কথা হলো নেতৃত্ব বদল নিয়েই। কোচ সরওয়ার ইমরান শোনালেন বদলের প্রেক্ষাপট।

‘আমি যতদূর জানি, মুশফিক নিজে থেকেই বলছে নেতৃত্ব বদল করলে ভালো হয়। কারণ এত চাপ একটা ছেলে কিপিং করছে, অধিনায়কত্ব করছে, সামনে দিয়ে উইকেট পড়ছে, দুটি ম্যাচে ১ রানে হার, একটিতে ৬ রানে হারৃসব মিলিয়ে মুশফিক একটু রেহাই চাচ্ছিল।’

কোচের দাবি, নেতৃত্ব বদলের প্রক্রিয়ায় তার ভূমিকা ছিল সামান্যই।

‘আমি এই ব্যাপারে এত জানি না। কালকে আমাকে দলের মালিক জানালেন যে টিম মিটিং আাছে রাতে। মিটিংয়ে ঠিক করা হয়েছে। মুশফিক চাচ্ছে, বিপিএলে এবার আর অধিনায়কত্ব না করতে। শহিদ আফ্রিদি মুশফিককে বলেছিল অধিনায়কত্ব চালিয়ে যেতে। তবে মুশফিক বলেছে আফ্রিদিকে করতে।’

বিপিএলে প্লেয়ার্স বাই চয়েজ-ও আইকনদের লটারিতে মুশফিককে পাওয়ার পর সিলেটের মালিক বলেছিলেন, তাদের চাওয়াও ছিল মুশফিককে পাওয়া। মুশফিককে অধিনায়ক ভেবেই দল সাজাচ্ছিলেন তারা।

রোববার সংবাদ সম্মেলনে সেদিনের সেই কথার প্রসঙ্গ তুলতেই সিলেটের কোচের যা উত্তর, তাতে ফুটে উঠল বাইরের ভূমিকার কথাও। যদিও আবার পরক্ষণেই চেষ্টা করেছেন সামলে নিতে।

‘কিছু বদল দরকার ছিল। আমরা চার ম্যাচ হারলাম, পরে পঞ্চম ম্যাচ জিতলাম, আবার হারলাম। এজন্যই বদল আমরা চাইলাম। না না, আমরা চাইনি, চাইনি। এটা মুশফিকই চেয়েছে।’

আরেকটি প্রশ্নে সরওয়ার ইমরানের জবাবেও উঠে এলো নেতৃত্ব বদলে টিম ম্যানেজমেন্টের ভূমিকা।

‘নতুন অধিনায়ক হওয়ার পরে আমাদের ছোট ছোট কিছু মিটিং হয়েছে। নতুন অধিনায়ক সেভাবেই দলকে উজ্জীবিত করেছে। মুশফিক তাকে পুরো সহায়তা করেছে। আমাদের সিদ্ধান্ত ছিল, মাঠে আফ্রিদিকে শতভাগ সহায়তা করবে মুশফিক ও রবি বোপারা। আজকে মাঠে সেভাবেই হয়েছে। আমি পরিকল্পনা দিয়েছি, মাঠে তিনজনই অধিনায়কত্ব করবে। অফিসিয়ালি অধিনায়ক আফ্রিদি।’

২০১৩ সালে জিম্বাবুয়ে সফরে ব্যর্থতার পর আচমকাই বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন মুশফিক। পরে বিসিবির অনুরোধে প্রত্যাহার করে নেন সিদ্ধান্ত। ওই মৌসুমেই ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানম-ি ক্লাব হারের বলয়ে থাকার সময় নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন মুশফিক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি