মঙ্গলবার,১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » ব্যাটিংয়ে বরিশাল ১১ ওভার ৪৬/৪, সরাসরি সম্প্রচার দেখুন


ব্যাটিংয়ে বরিশাল ১১ ওভার ৪৬/৪, সরাসরি সম্প্রচার দেখুন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১২.২০১৫

borishal
বিপিএলের চলতি আসরে উড়তে থাকা বরিশাল বুলস রোববার ধুঁকতে থাকা সিলেট সুপার স্টারসের বিপক্ষে বড় ধরনের ধাক্কা খায়। মাত্র ৫৮ রানে গুটিয়ে গিয়ে ৯ উইকেটের বিশাল পরাজয় নিয়ে মাঠ ছাড়ে মাহমুদুল্লাহ রিয়াদের দল। সোমবার আগের ম্যাচের হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামে ক্রিস গেইলের বরিশাল বুলস। দিনের প্রথম ম্যাচে শীর্ষে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে দক্ষিণ বঙ্গের দলটি।

বিপিএলের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে রীতিমতো উড়ে যায় মাহমুদুল্লাহ রিয়াদের বরিশাল বুলস। নুয়ান কুলাসেকারা, আসার জাইদি ও আবু হায়দার রবির বোলিং নৈপূণ্যে বরিশালকে মাত্র ৮৯ রানে গুটিয়ে দিয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফলে সোমবারের ম্যাচ বরিশালের জন্য প্রতিশোধের মঞ্চও।

সাত ম্যাচ থেকে পাঁচ জয়ে আপাতত শীর্ষে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রংপুর রাইডার্সের জয় আট ম্যাচের পাঁচটিতে। আর বরিশাল বুলস সাত ম্যাচ খেলে জিতেছে পাঁচটিতে। তবে রান রেটে এগিয়ে থাকায় সাকিবের রংপুর দ্বিতীয় স্থানে রয়েছে। সোমবার কুমিল্লাকে হারাতে পারলেই শীর্ষস্থান দখল করবে বরিশাল।

‘ঝড়’ তোলার আগাম হুংকার দিয়ে বাংলাদেশে আসলেও রোববার নিজের প্রথম ম্যাচে ‘সুপার-ফ্লপ’ হন বরিশাল বুলসের ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। সোমবার কী গেইলের ‘ঝড়’ দেখা যাবে? নাকি ফের দর্শকদের হতাশ করবেন তিনি?

বিপিএলের চলতি আসরে বোলারদের দারুণ নৈপূণ্যের ওপর ভর করেই প্রায় সবগুলো ম্যাচ জিতেছে বরিশাল বুলস। ফলে সোমবার মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স মাহমুদুল্লাহ দলের ব্যাটিং লাইনকে পরীক্ষার মুখোমুখি ফেলতে প্রস্তুত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি