শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান পুলিশ ইসলামোফোবিয়া’র বিরুদ্ধে প্রচারণা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০১.২০১৬

BAPA1-400x261
ডেস্ক রিপোর্টঃ

নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা) সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই এবং ইসলামোফোবিয়া’র বিরুদ্ধে প্রচারণায় নেমেছে। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে বাপা’র পক্ষ থেকে একটি পোস্টার প্রচারণা শুরু করা হয়েছে। পোস্টারে উল্লেখ করা হয়েছে, ‘যে ব্যক্তি একজন নিরাপরাধ মানুষ হত্যা করে, সে পুরো মানবজাতি হত্যা করলো’। পোস্টারটি অবমুক্তি উপলক্ষে বাপা স্থানীয় সময় গত শনিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটস ৭৩ স্ট্রিটের ডাইভারসিটি প্লাজায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নিউইয়র্কের কুইন্স ডিস্ট্রিক ২৫ এর কাউন্সিল মেম্বার ড্যানিয়াল ড্রম, বাপা’র প্রেসিডেন্ট সাঈদ সুমন এবং ভাইস প্রেসিডেন্ট শামসুল হক।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন এনওয়াই (জেবিবিএ) প্রেসিডেন্ট জাকারিয়া মাসুদ জিকো, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, বিশিষ্ট ব্যবসায়ি সৈয়দ রহমান মান্নান, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, মামুন’স টিউটোরিয়ালের স্বত্ত্বাধিকারি শেখ আল মামুন প্রমুখ।

সংবাদ সম্মেলনে কাউন্সিল মেম্বার ড্যানিয়াল ড্রম মুসলিম বিদ্বেষের নিন্দা জানান। মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প এর মুসলিম বিদ্বেষী বক্তব্যের তিব্র বিরোধিতা করে তিনি বলেন, মুসলমান মানেই সন্ত্রাসী নয়। মুসলমান সম্পর্কে মানুষকে মিথ্যে ধারনা দেয়া হচ্ছে। মুসলমানদের ধর্ম ইসলাম একটি শান্তির ধর্ম। তিনি বলেন, আজ থেকে আমিও একজন মুসলিম।

সংবাদ সম্মেলনে বাপা’র কর্মকর্তারা বলেন, বিশ্বব্যাপি নিরপরাধ মানুষ হত্যার বিরুদ্ধে সোচ্চার হয়েছে বাপা। তারা জানান, বাপা’র প্রচারণার উদ্যোগকে ইতোমধ্যে স্বাগত জানিয়েছে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস, এস্টোরিয়া, জ্যামাইকা. ওজোন পার্ক এবং পার্কচেস্টার এলাকার কয়েক’শ বাংলাদেশী ব্যবসায়ি প্রতিষ্ঠান, নন-প্রফিট প্রতিষ্ঠানসহ অনেকে।

কর্মকর্তারা বলেন, কতিপয় আমেরিকান রাজনীতিবিদ মনে করেন, আমেরিকান মুসলমানরা সন্ত্রাসকে সমর্থন করে, যা আদৌ সত্য নয়। পুরো আমেরিকান মুসলমানরা সন্ত্রাসের বিরোধিতা করে। বাংলাদেশী আমেরিকান কমিউনিটি এবং বাপা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ করে। তারা বলেন, সম্ভাব্য আমেরিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের বিরুদ্ধে যে উদ্ধৃতি দিয়েছেন তাতে বাংলাদেশী আমেরিকানদের মধ্যে ভীতির সঞ্চার করেছে। মুসলমান সম্পর্কে ট্রাম্পের বক্তব্যে সমাজের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। বাপা সমাজের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে একত্রিত হয়ে আমেরিকান সংবিধানে উল্লেখিত মানুষের ধর্ম পালনের স্বাধীনতা নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে।

বাপা প্রেসিডেন্ট সাঈদ সুমন বলেন, ট্রাম্পের বক্তব্য অগ্রহণযোগ্য, অসাংবিধানিক এবং উদ্ধত্যপূর্ণ। তিনি মনে করেন সাধারণ নাগরিকদের এ ধরনের রাজনীতিবিদদের কাছ থেকে দূরে থাকা উচিত। আমেরিকান মুসলমানরা যেন তাদের সাংবিধানিক ধর্মীয় অধিকার আদায়ে সব স্বাধীনতা ভোগ করতে পারেন এ জন্য সচেতনতা বাড়াতে সমাজের সকল নেতাদের সাথে বাপা কাজ করে যাচ্ছে।

উল্লেখ, বাংলাদেশী কমিউনিটি এবং আইন রক্ষাকারি পুলিশ বাহিনীকে একত্রিত করার জন্য বাপা গঠন করা হয়েছে। বর্তমানে নিউইয়র্ক সিটিতে প্রায় ৭৫ হাজার বাংলাদেশী বসবাস করছেন। এরমধ্যে প্রায় এক হাজার বাংলাদেশী আমেরিকান নিউইয়র্ক পুলিশ বাহিনীতে কর্মরত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি