শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে লেজার দেয়াল বসাবে ভারত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০১.২০১৬

leserpic_113015-400x198

ডেস্ক রিপোর্টঃ

পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে লেজার দেয়াল বসাবে ভারত। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হচ্ছে ভারতের পূর্ব-পশ্চিমে বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে লেজার দেয়াল তৈরির সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভারতের বেশিরভাগ সীমান্ত কাঁটাতারে সুরক্ষিত থাকলেও বাংলাদেশ ও পাকিস্তানের প্রায় ৪০টি পয়েন্ট একেবারেই অরক্ষিত। এসব এলাকায় বেড়া বা বিএসএফ’এর প্রহরা না থাকায় এধরনের লেজার দেয়াল বসানো হবে।

তিনটি দেশের এধরনের সীমান্তের অঞ্চলগুলো জলাশয় (নদী-খাল-বিল) প্রধান হওয়ায় এসব অঞ্চলে কাঁটাতারের বেড়া দেয়া সম্ভব হচ্ছে না। অথচ এ দুই দেশের সীমান্ত পথেই ভারতে জঙ্গি অনুপ্রবেশ ঘটছে বলে মনে করা হচ্ছে। চোরাচালানও বাড়ছে। তাই জঙ্গি অনুপ্রবেশ রুখতে এবার সীমান্ত লাগোয়া নদী ও খালগুলোতে লেজার দেয়ালের ব্যবস্থা করছে ভারত। পাঠানকোটে জঙ্গি হামলার পর এই সিদ্ধান্ত নিচ্ছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

টাইমস অব ইন্ডিয়ার এ প্রতিবেদনে বলা হয় পাঠানকোটে হামলার আগে বামিয়ালের উজ নদী পেরিয়েই ভারতে প্রবেশ করছিল জঙ্গিরা। এ ধরনের ছোট ছোট খাল বা নদীর বেশিরভাগই পাঞ্জাব সীমান্তে। গুরুদাসপুর, পাঠানকোট হামলার পর আর কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না ভারত সরকার। অনুপ্রবেশ রুখতে তাই এ ধরনের লেজার প্রযুক্তির সাহায্য নেবে সীমান্তরক্ষী বাহিনী। পাকিস্তান থেকে পাঞ্জাব সীমান্তে যেমন রাতের অন্ধকারে জঙ্গি অনুপ্রবেশ চলছে, তেমনি বাংলাদেশ থেকে সম্প্রতি এসব অরক্ষিত পথেই অনুপ্রবেশ বেড়ে গেছে।

লেজার দেয়ালের পাশে কোনো কিছু এলেই সেটা চিহ্নিত করা হবে ডিটেক্টরের মাধ্যমে। এছাড়া সীমান্ত লাগোয়া নদীতেও লেজার রশ্মির ব্যবস্থা থাকবে। নদী পেরিয়ে যদি কেউ অনুপ্রবেশ করতে যায়, ওই লেজার রশ্মিই জানান দেবে সাইরেন বাজিয়ে।

জম্মু সেক্টরে ২০১৫তেই এ ধরনের দেয়ালের কাজ শুরু করেছে বিএসএফ। আর কাঁটাতার টপকে নয়, এখন রাতের অন্ধকারে অরক্ষিত নদী-খালগুলোকেই ব্যবহার করছে জঙ্গিরা। পাঞ্জাব সীমান্তে এ ধরনের ছোট ছোট অনেক নদী বা খাল আছে, যেগুলোকে এ প্রযুক্তির আওতায় এনে জঙ্গি অনুপ্রবেশ বন্ধ করার পাশাপাশি রাতেও ওই নদীগুলোতে পাহারার ব্যবস্থাও করা হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি