শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে ছিটকে পড়ছেন সঞ্জিত


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০১.২০১৬

Suranjit1453982287

স্পোর্টস ডেস্ক :

অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আইসিসির নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার সঞ্জিত সাহা।

ফলে ঘরের মাঠে চলমান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে আর খেলার সুযোগ পাচ্ছেন না এ অফস্পিনার।

রোববার সকালে নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক পরিচালক সমকালকে জানিয়েছেন, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে সঞ্জিতদের বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়াররা সন্দেহ প্রকাশের পর ওই ম্যাচের ভিডিও ফুটেজ একটি বিশেষজ্ঞ প্যানেলে পাঠায় আইসিসি।

তিনি জানান, ওই প্যানেল পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছে, সঞ্জিতের বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়াদের সন্দেহ সঠিক। বল করার সময় তার কনুই অনুমোদিত ১৫ ডিগ্রির চেয়ে অনেকটা বেশিই বাঁকে। কখনও কখনও সঞ্জিতের কনুই ৩০ থেকে ৪৫ ডিগ্রি পর্যন্ত বেঁকে যায়।

প্রাথমিকভাবে ফোনে বিষয়টি জানালেও আনুষ্ঠানিকভাবে আইসিসি এখনও কিছু জানায়নি- একথা উল্লেখ করে বিসিবির ওই ডিরেক্টর জানান, রোববার সন্ধ্যার মধ্যে আইসিসির পক্ষ থেকে ইমেইলে বিসিবিকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে।

তিনি আরও জানান, সঞ্জিতের বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হচ্ছে- আইসিসির বিশেষজ্ঞ প্যানেলের কাছ থেকে এমন সিগন্যাল পেয়েই রোববার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে দলে রাখা হয়নি।

আইসিসির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে জানার পর সঞ্জিতকে দল থেকে বাদ দিয়ে তার বদলে অন্য কাউকে নেওয়া হবে বলেও জানান বিসিবির এই পরিচালক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি