শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


শুরুতেই উইকেটের পতন!


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০১.২০১৬

Bangladesh2-400x225

ডেস্ক রিপোর্টঃ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে আয়োজক বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্কটল্যান্ড। রবিবার কক্সবাজারে শেখ কামাল স্টেডিয়ামে টস জিতে এই সিদ্ধান্ত নেন স্কটল্যান্ডের অধিনায়ক নেইল ফ্লাক।

শুরুতেই সাজঘরে ফিরে গেছেন বাংলাদেশ দলের ওপেনার পিনাক ঘোষ। রানের খাতা খোলার আগেই তিনি মোহাম্মদ গাফফারের বলে এলবিডব্লিউ হন। দলীয় ১৭ রানে জয়রাজ শেখকেও ফেরান গাফফার। ব্রাউনের তালুবন্দি হওয়ার আগে তিনি করেন ১৩ রান।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ১২ ওভারে ২৪/২। ব্যাট করছেন সাইফ হাসান ও নাজমুল হাসান শান্ত।
প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। তবে, সে তুলনায় স্কটল্যান্ড টাইগারদের সামনে একেবারেই অচেনা প্রতিপক্ষ। এই ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালের পথটা আরো চওড়া হবে স্বাগতিকদের।

আইসিসি যুব বিশ্বকাপের গ্রুপ পর্বে এবার প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। এই তিন ম্যাচ শেষে চারদলের মধ্যে শীর্ষ দুই দল উঠে যাবে কোয়ার্টার ফাইনালে এবং বাকি দুই দল লড়বে প্লেট পর্বে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি