শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


দিল্লি বৈঠকে তিস্তা নিয়ে সুখবর নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০২.২০১৬

india-bangladesh-flag1-400x279

ডেস্ক রিপোর্টঃ

দিল্লিতে আজ শুরু হচ্ছে ভারত ও বাংলাদেশের সচিব পর্যায়ের বৈঠক। বৈঠকে তিস্তার পানি বন্টন চুক্তি এবং সীমান্ত হত্যা শুন্যের কোঠায় নামিয়ে আনার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানা গেছে। কিন্তু আশঙ্কা করা হচ্ছে তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে হয়তো সহসাই কোন সুরাহা পাবেনা বাংলাদেশ। এদিকে সীমান্ত হত্যা বন্ধে বিএসএফ নয় বরং বিজিবিকেই আরও তৎপর হবার পরামর্শ দেবার কথা ভাবছে দিল্লি।

বৈঠকের বিষয়ে বিবিসি বাংলার সাংবাদিক শুভজতি ঘোষ বলেন, গত বছর জুনের প্রথম সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন ঢাকা সফরে এসেছিলেন তখন দুই দেশের পক্ষ থেকে একটা যৌথ বিবৃতি ঘোষিত হয়েছিল। যৌথ বিবৃতিতে মোট ৬৫ টি পয়েন্ট ধরে ধাপে ধাপে বর্ণনা করা হয়েছিল দিল্লি আর ঢাকা কিভাবে তাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে তারা কিভাবে এগুবে। দিল্লি আলোচনাটাকে বলা যেতে পারে যৌথ রোডম্যাপের রিভিউ আলোচনা। যেখানে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বসে আলোচনা করবেন যেসব পদক্ষেপগুলোর কথা বলা হয়েছিল তা কতটা এগিয়েছে, কোথায় কোথায় আটকে আছে, আরও কোথায় কি করা দরকার সেই ব্যাপারগুলো খতিয়ে দেখবে।

শুভজতি ঘোষ আরও বলেন বলেন, রোডম্যাপে তিস্তার পানি বন্টন চুক্তির প্রক্রিয়া চালু আছে। এই চুক্তি না হওয়ার প্রধান কারণ হল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যাণার্জী এই চুক্তির ব্যাপারে সম্মতি দেননি। পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন আসছে ৩ মাসের মধ্যে। সেই নির্বাচনে মমতা ব্যানার্জী যদি আবারও জয়লাভ করে তখন হয়তো তিস্তা নিয়ে একটা জট খোলার সম্ভবনা দেখা দিতে পারে। এমনটাই ভারত বাংলাদেশকে জানাবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আজই ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব শশি শেখরের সঙ্গেও বাংলাদেশেরও পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঙ্গে বৈঠক হবে সেখানেও তিস্তার প্রসঙ্গ উঠবে। যদিও তিস্তা নিয়ে ভারত কোন সুখবর বাংলাদেশকে শোনাতে পারবে এমন ইঙ্গিত দেখা যাচ্ছে না।

শুভজতি ঘোষ বলেন, সীমান্তে হত্যা বন্ধের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাবে। মোদির ঢাকা সফরে বলা হয়েছিল দুই প্রধানমন্ত্রী একমত হয়েছেন সীমান্তে প্রাণহানি যাতে একটিও না হয় সে ব্যাপারে তারা চেষ্টা করবেন। তবে বাস্তবে এই দেখা যাচ্ছে গত কয়েক মাসে সীমান্তে হত্যা বন্ধ হয়নি বরং সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিকদের হত্যার খবর প্রায়ই শোনা যাচ্ছে। হত্যার প্রসঙ্গে বিএসএফ প্রায় সব ক্ষেত্রেই বলে থাকেন নিহতরা হলেন গরু বা মাদকের চোরকারবারি এবং বিএসএফ আত্মরক্ষার জন্যই গুলি চালাতে বাধ্য হয়েছে। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ভারতের পক্ষ থেকে যেটা বলার চেষ্টা করা হবে এই প্রাণহানি ঠেকানোর জন্য শুধু বিএসএফ নয় বিজিবিরও একটা দায়িত্ব আছে। সেই জন্য তারা যৌথ সীমান্ত ব্যবস্থাপনার উপর জোর দেবেন এবং বলবেন রাতে গুলির ঘটনা বেশি ঘটে তখন বাংলাদেশের নাগরিকেরা যাতে সীমান্তে না আসেন। কিভাবে সীমান্তেু আসা ঠেকানো যায়, চোরাকারবার ঠেকানো যায় এই ব্যাপারটা দুই দেশের সীমান্ত বাহিনীকেই যৌথভাবে করতে হবে এমনটাই ভারতের পক্ষ থেকে বলার চেষ্টা করা হবে। অর্থাৎ দায় কিছুটা বিজিবির উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছেন যাতে সীমান্তে হত্যা কমানো যায়। বিবিসি বাংলা.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি