রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » বর্তমানে বক্সিংকে পেশা হিসেবে বেছে নিচ্ছে মেয়েরা


বর্তমানে বক্সিংকে পেশা হিসেবে বেছে নিচ্ছে মেয়েরা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০২.২০১৬

160130133633_bangla_first_female_boxing_referee_640x360_bbc_nocredit
ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশের প্রথম মহিলা বক্সিং রেফারি ও কোচ উম্মে জান্নাতুল নাহার। ঢাকার বক্সিং ফেডারেশনের অফিসে বিবিসি বাংলার সাথে কথা হল উম্মে জান্নাতুল নাহারের সাথে।

বক্সিং তো আসলে মারামারির খেলা। একজন আরেকজনকে ঘুষি মারতে হয় এরকম একটা খেলা। কিন্তু যখন আপনি আপনার প্রতিপক্ষকে ঘুষি মারেন তখন কেমন লাগে?

উম্মে জান্নাতুল নাহার বলেন, আমার মুখে যখন পাঞ্চ লাগে আমি তখন চিন্তা করি যে ওকে আমি ওইভাবে পাঞ্চ করব। আমার ইচ্ছাটা থাকে সব সময় আমি তাকে নকআউট করব। তাহলে, খেলা শেষ করতে পারব। আমি যখন চিন্তা করি যে আমি তাকে নকআউট করব তখন আমার ঘুষির মাত্রা অনেক বেশি থাকে। আমি শুধু চিন্তা করি যে কখন ওকে ঘুষিটা মারলে ও নকআউট হয়ে যাবে। সেক্ষেত্রে আমি খুব সুযোগ খুঁজি যে আমি কখন ওকে ঘুষি মারব।

এই ঘুষিমারার মধ্যে খুব মজা পান কিনা জানতে চাইলে তিনি বলেন, হ্যা আমি খুব আনন্দ পাই। রিমে ওঠার পর থেকে আমার লক্ষ্য থাকে আমি ওর কোন জায়গায় সুযোগ পাব এবং ওকে কিভাবে নকআউট করব। এতে আমি খুব ইন্টারেস্টিং ফিল করি।

যখন ছোট ছিলেন তখন কেমন মারামারি করতেন? এর উত্তরে তিনি বলেন, তখন তো বক্সিং এর মত করে মারামারি হত না। ছোট বাচ্চাদের মধ্যে আমিই ছিলাম নেতা। যখন যাকে ইচ্ছা মারধর শুরু করে দিতাম।

বক্সিংকে পেশা হিসেবে নেবেন এই সিন্ধান্তটা কিভাবে নিলেন?

আসলে এরকম সিন্ধান্ত আমার মধ্যে ছিল না। আমাদের ঝালকাঠিতে যখন একটা কোচ যায় তখন বক্সিং শেখায়। ছেলেরা বক্সিং করে এটা দেখে আমি খুব উৎসাহিত হই এবং আমার মধ্যে এটা করার আগ্রহ বাড়ে। পরে আমার বাবা আমাকে সাহায্য করে। এখান থেকেই আমাদের বক্সিং খেলা শুরু হয়। এখান থেকেই আমি জাতীয় পর্যায়ে চলে আসি।

যখন প্রথম আপনি বক্সিং এ আগ্রহ দেখালেন। বাংলাদেশে কিন্তু অনেক পেশায় মেয়েরা নেই। বক্সিংয়ে তো একেবারেই নেই বললেই চলে। এরকম পেশায় যখন আগ্রহ দেখালেন তখন আশপাশের লোকজন কিরকম প্রতিক্রিয়া দেখালেন?

উম্মে জান্নাতুল নাহার বলেন, ওদের মনোভাব একটু অন্য রকম ছিল। ওরা বলতো মেয়ে থাকবে মেয়ের মত। সে কেন প্যান্ট র্শাট পরে থাকবে এবং মাঠে নেবে খেলবে।

এখন কি তাদের মনোভাবের কোন পরিবর্তন হয়েছে। এই যে আপনি ২০বছর বয়সে এত উপরে উঠে আসলেন?

যখন আমি ন্যাশনালে পদক পাই তখন তো খুব খুশি হই। আমার একটা ম্যাগাজিন বের হয় সেটা আমি আমার এলাকাতে পাঠিয়ে দেই। সেটা দেখে তারা খুব খুশি হয়। তখন সবাই জেলার মেয়ে হিসেবে খুব গর্ববোধ করেছে।

আমরা জানি আপনি পুলিশ বিভাগে আছেন তো দুটো এক সাতে করতে সমস্যা হয় না?

আমি এখন ডিপার্টমেন্টে মহিলা কোচ হিসেবে আছি। ওখান থেকে আমি জেলা থেকে খেলতাম সেক্ষেত্রে দেখা যেত কিছুটা ফেডারেশন বহন করছে। এখন আমি ডিপার্টমেন্টে আছি সেখান থেকে আমাকে সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। পুলিশের পক্ষ থেকে আমাকে সব ধরনের সাহায্য করা হচ্ছে।

এত অল্প বয়সে বক্সিং রেফারি সেটা কিভাবে সম্ভব হল?

আমি যখন বক্সিং করি এবং এখান থেকে যখন ন্যাশনালে খেলি তখন দেখি অনেকেই রেফারি। তখন আমার উৎসাহ জাগে এবং আমি টিভিতে দেখি মেয়েরা রেফারি হচ্ছে সেক্ষেত্রে আমি কেন পারব না। এরপর থেকে আমি ইন্টরন্যাশনার ভাবে বক্সিং কোচ এবং রেফারি হিসেবে কাজ করি।

আপনি যাদের ট্রেনিং দেন তারা কি নিজে থেকে এসেছে না কি কোন ভাবে জড়িয়ে পড়েছে?

ওরা আসলে নিজেদের ইচ্ছেতেই আসে। ওদেরকে বেস্ট বক্সার হিসেবে এখানে আনা হয়েছে।

বাংলাদেশে তো বক্সিং খেলা হয় না। মহিলারা তো আরও কম খেলে সেক্ষেত্রে আপনি কেমন আসা দেখতে পাচ্ছেন এদের ক্ষেত্রে?

উম্মে জান্নাতুল নাহার বলেন, তিন বছর হল শুরু হয়েছে সেক্ষেত্রে আমরা যেভাবে ট্রেনিং দিচ্ছি তাতে আমার মনে হচ্ছে ওরা খুব ভাল পারবে।

বক্সিং তো একটা শক্তির খেলা। এতে কত লম্বা সময় ধরে অনুশীলন করতে এবং খাওয়া দাওয়া কি হওয়া উচিৎ?

উম্মে জান্নাতুল নাহার বলেন, একটা সিভিল মেয়ে আর একটা বক্সার মেয়ের মধ্যে অনেকটা পার্থক্য। যখন একটা সিভিল মেয়ে বক্সারে আসে তখন তাকে ফিজিক্যালি তৈরি হতে হচ্ছে। এর পর তার বক্সিংয়ে আসা। একজন পারফেক্ট বক্সার হতে ২-৩ বছর লাগে। আর এর জন্যে দুই থেকে তিন বেলা প্রশিক্ষণ নিতে হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি