রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


এশিয়া কাপ ঘরে আনার স্বপ্ন মুস্তাফিজের


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০২.২০১৬

mustafis-p
ডেস্ক রিপোর্টঃ

২০১২ সালে এশিয়া কাপের ফাইনালে উঠেও মাত্র ২ রানের আক্ষেপ আজো পোড়ায় সে সময় বাংলাদেশ দলের নেট বোলার মুস্তাফিজুর রহমানকে। স্বপ্নিল সে ট্রফি এবার নিজেদের করে নিতে প্রত্যয়ী বাংলাদেশ দলের এই তরুণ খেলোয়াড়। এশিয়া কাপের মিশনে প্রথম দিনের অনুশীলন শেষে এমনটাই জানিয়েছেন মুস্তাফিজ। এদিন দুবাইয়ের পিএসএল থেকে ফিরে দলের সাথে যোগ দেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

২০১২ সালের ২২ মার্চ। সাকিব মুশফিকের অশ্রুতে যেমন ভিজেছিলো মিরপুরের ক্রিকেট ক্যানভাস, ঠিক তেমনি গ্যালারি থেকে টেলিভিশনের সামনে বসা ড্রয়িং রুমের মানুষগুলো। ৫৬ হাজার বর্গমাইলের পুরো বাংলাদেশ ভেসেছে অশ্রুজলে। বিষাদের সাত আসমান সমান কষ্টগুলো মুস্তাফিজ দেখেছিলেন টেলিভিশনের পর্দায়। ক্রিকেট পাড়ায় মুস্তাফিজের পরিচয় তখন নেট বোলার নামে। আর সেই নেট বোলার চার বছরের ব্যবধানে বাংলাদেশে এখন পেস বোলিংয়ের মূল অস্ত্র। তাই এশিয়া কাপের মঞ্চ বলেই মুস্তাফিজের ভাবনার রাজ্যে এখনও সেই ফাইনালের অপ্রাপ্তি।

সেবার খুব কাছে এসেও স্বপ্নিল ট্রফিটা গিয়েছিলো অনেক অনেক দূরে। না পাওয়ার আক্ষেপের শোককে শক্তিতে রূপান্তর করে মুস্তাফিজের তাই দীপ্ত প্রতিজ্ঞা ট্রফি জয় করার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি সব সময় যে কোনো খেলায় চেষ্টা করি চ্যাম্পিয়ন হওয়ার জন্য’।

এ মাসেরই ২৪ তারিখ থেকে মিরপুরে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৩তম আসর। আর এই আসরকে সামনে রেখে শনিবার থেকে শুরু হয় মাশরাফিদের অনুশীলন ক্যাম্প। সেখানেই প্রথম দিনের অনুশীলন শেষে মুস্তাফিজ জানান কাঁধের ইনজুরি কাটিয়ে এখন তিনি এশিয়া কাপে পুরোদমে বল করতে প্রস্তুত। যেখানে তার স্বাভাবিক বোলিংয়ের পাশাপাশি দেখা যাবে বিশেষ অস্ত্র ‘অফ কাটার’ এর ভেলকিও। তিনি জানান, ‘এখন বেশ ভাল আছি। নিয়মিত অনুশীলন করছি। আশা করছি এশিয়া কাপে আমার ওই স্পেশাল বলটা করতে পারবো’।

কিন্তু দলের টি-টোয়েন্টি ফরম্যাটে উন্নতির ছাপ এখনও ধারাবাহিক নয়। তাই অনেক প্রশ্ন। চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা কতোটুকু? কিংবা ব্যাটিং ও বোলিং বিভাগ পারবে কি কাবু করতে শক্তিশালী ভারত পাকিস্তানকে? কথায় হয়তো বিশ্বাসী নন মুস্তাফিজ চান কাজে প্রমাণ করতে। তাই হয়ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিছুটা সংযত উত্তর তার। জমানো সব বারুদের বিস্ফোরণ ঘটাতে চান ২৪ ফেব্রুয়ারি আসরের মূল পর্বের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষ থেকেই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি