রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ক্রিকেটে ‘অর্থই অনর্থের মূল’: টিআই


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০২.২০১৬

Dr.-Iftekhar1

ডেস্ক রিপোর্টাঃ

ক্রিকেটে অর্থই অনর্থের মূল বলে দাবি করেছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)। আজ মঙ্গলবার ‘বৈশ্বিক দুর্নীতি প্রতিবেদন : ক্রীড়া’ প্রকাশকালে এমন দাবি করেন সংস্থাটির বাংলাদেশস্থ নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

প্রতিবেদনে বলা হয়, বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে একজন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয়। তিনি খেলোয়াড়দের জোনে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেছিলেন। ২০১৪ সালে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে একজন ভারতীয়কে তিনবার গ্রেপ্তার করা হয়। ২০১৩ সালে অনুষ্ঠিত দ্বিতীয় বিপিএলে একজন ফ্রেঞ্চাইজি ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন। পরে বিসিবির (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) তদন্তে একজন টিম মালিকের অপরাধও খুঁজে পাওয়া যায়। পরে ওই দু’জনকেই ১০ বছরের জন্য ক্রিকেটে নিষিদ্ধ করা হয়। এমনকি আইসিসির দুর্নীতিবিরোধী সংস্থা আকসুর ভূমিকাও বিতর্কের সৃষ্টি করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, অন্য দেশের মতো বাংলাদেশেও টি-২০ ফরম্যাটে বিপিএলের আয়োজন করা হচ্ছে। যা মূলত স্বল্প সময়ে ক্রিকেটার, দল, আয়োজক এবং লগ্নিকারীদের অর্থ উপার্জনের ব্যবস্থা করছে। সাবেক একজন অধিনায়ক যিনি ২০০১ সালে কনিষ্ট খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করেন, তিনিও জড়িয়ে পড়েন স্পট ফিক্সিংয়ে। পরে যাকে শাস্তি প্রদান করা হয়। একজন আম্পায়ারের বিরুদ্ধেও ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠে। তাকে ২০১৩ সালে দশ বছরের জন্য ক্রিকেটে নিষিদ্ধ করে বিসিবি।

টিআইয়ের ক্রীড়া বিষয়ক প্রতিবেদন তৈরিতে বিশ্বের বিভিন্ন দেশের ৬০ জনেরও অধিক বিশেষজ্ঞ লেখক এবং ১৫০ জনেরও বেশি সমমনা পর্যবেক্ষকের সহায়তা নেওয়া হয়েছে বলে জানিয়েছে টিআইবি (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ)। এছাড়া টিআইয়ের ১০টিরও বেশি ন্যাশনাল চ্যাপ্টার এতে অংশগ্রহণ করেছে। প্রতিবেদন তৈরিতে আরও অংশ নিয়েছে- আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, ইউনেস্কো, দ্য কাউন্সিল অব ইউরোপ, সাপোর্টার্স ডিরেক্ট, ফিফপ্রো, দ্য ইন্টারন্যাশনাল স্পোর্টস অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশন, দ্য ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ইউনি ওয়ার্ল্ড অ্যাথলেটস, দ্য ট্যাক্স জাস্টিস নেটওয়ার্ক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞগণ। উল্লেখ করা যেতে পারে, ক্রীড়াঙ্গণের সকল খাত এবং দুর্নীতির শঙ্কা রয়েছে, এমন সব ক্ষেত্র নিয়েই কাজ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ন্যাশনাল চ্যাপ্টারগুলো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি