রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


প্রতিপক্ষ ভারত বলেই আলাদা রোমাঞ্চ আর উত্তেজনা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০২.২০১৬

TOlcwe0dqUki-400x292
ডেস্ক রিপোর্টঃ

মিরপুরের উইকেট ঘাসে ঢাকা। তাই ভারতের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের সেরা একাদশে চমক হিসেবে চারজন পেসার খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। তবে, দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলছেন, শেষ মুহূর্তে উইকেট দেখেই নেয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছেন চারজন পেসার খেললে বিশেষজ্ঞ স্পিনার নেয়া হবে কি একাদশে? কেমন হবে ভারতের বিপক্ষে বাংলাদেশের সেরা একাদশ?

প্রতিপক্ষ ভারত বলেই আলাদা রোমাঞ্চ আর উত্তেজনার বারুদ জমিয়ে ফুসে আছে ক্রিকেট পিয়াসিরা। প্রস্তুত মঞ্চ, প্রস্তুত ক্রিকেট যোদ্ধারাও। তবে, কে কারা বাংলাদেশের ওরা ১১ জন? কাদের সুযোগ মিলবে যুদ্ধের ময়দানে। এমন মিলিয়ন বিলিয়ন প্রশ্ন ম্যাচ শুরু আগ মুহূর্ত পর্যন্ত ক্রিকেট সমর্থকদের মাঝে।

এ নিয়ে খোদ তিন নির্বাচক, কোচ, অধিনায়ক ও ম্যানেজারও ভাবনার টেবিলে। তাই উইকেটও দেখেছেন তারা খুঁটিয়ে খুঁটিয়ে। তবে, মিরপুরের উইকেট ঘাস আছে। তাই বাংলাদেশের সেরা একাদশে চমক হিসেবে থাকতে পারে চার চার জন পেসার। হ্যাঁ, এমন খবর মিরপুর স্টেডিয়ামের দেয়ালে কান পাতলেই গুঞ্জন শুনতে পারবেন।

পরিষ্কার, স্কোয়াডে থাকা চার পেসার অধিনায়ক মাশরাফি, মুস্তাফিজ, তাসকিন ও আল আমিন। এই চার খ্যাপাটে বোলারই আগুনের গোলা ছুঁড়বেন ভারতের দৈত্যর মতো ব্যাটিং লাইনআপের বিপক্ষে। এমন আভাস মিলেছে দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের কাছ থেকে।

টস ভাগ্য ম্যাচের ফলাফলে অনেকটাই প্রভাব ফেলবে। আগে ব্যাট করলেই সুবিধা পাওয়া যাবে। ভাগ্যদেবী কার পক্ষে কথা বলবে, তা মুশকিল আগে থেকে বলা। তবে, টিম ম্যানেজম্যান্টের ভাবনায় স্বপ্নের বাস্তবায়ন দেয়ার।

এদিকে, বাতাসে খবর উড়ছে ভারত দলও বাংলাদেশের বিপক্ষে চারজন পেসার নিয়ে মাঠে নামতে পারে। এছাড়াও, একজন বিশেষজ্ঞ স্পিনার ও বাকি ছয়জন ব্যাটসম্যান এমনটাই হতে পারে ধোনির দল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি