শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন মাশরাফি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০২.২০১৬

2016_02_27_10_52_11_dAWVVxAThlwTdkJd9ggSJl29IHugme_original
ডেস্ক রিপোর্টঃ

এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের কাছে ৪৫ রানে হার মেনেছিল স্বাগতিক বাংলাদেশ। সেদিন ধোনির দলের বিপক্ষে অতি আত্মবিশ্বাসী হতে গিয়ে ব্যাটিং ব্যর্থতায় হেরে গিয়েছিল স্বাগতিকরা। ভারতের তুলনায় শুক্রবার সহজ প্রতিপক্ষ আরব আমিরাতকে পেয়েও বড় স্কোর গড়তে পারেনি টাইগাররা তারপরও ৮ উইকেটে ১৩৩ রানের অল্প পুঁজি গড়েও জয়ের ব্যাপারে আত্মবিশাসী ছিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ভারতের বিপক্ষে নিজেরদের প্রথম ম্যাচে হেরে কিছুটা ব্যাকফুটে ছিল বাংলাদেশ। তাই আরব আমিরাতের বিপক্ষে শুক্রবারের ম্যাচটি বাংলাদেশের জন্য হয়ে দাঁড়িয়েছিল টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচ। প্রথম দফায় ব্যাট করতে নেমে ১৩৩ রান করেও শেষ পর্যন্ত ৫১ রানের বড় জয় পেয়েছে স্বাগতিকরা। সেই সঙ্গে এবারের এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল টাইগাররা।

তাই তো খেলা শেষে সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বলেন, ‘আমাদের দলের সবার বিশ্বাস ছিল ভালো লাইন-লেন্থে বল করতে পারলে আমরাই এই ম্যাচে জিতবো। তাই এদিন বোলাররা বাড়তি কিছু করার চেষ্টা করেনি। সবাই স্বাভাবিকভাবে যেভাবে আগের ম্যচগুলোতে বোলাররা বল করেছে। সবাই ওইভাবে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটিকে সমান গুরুত্বের সহকারে নিয়েছে। বোলারা এদিন এক্সট্রা কোনো কিছুর চেষ্টা করেনি।’

অনেক সময় দেখা যায় লো-স্কোরিং ম্যাচে বোলাররা বাড়তি কিছু করার চেষ্টা করে। যেমন পেসাররা তাদের গতিটা একটু বাড়াতে চায়। আর স্পিনাররাও ব্যাটসম্যানদের বোকা বানাতে বোলিংয়ে পরীক্ষা-নিরীক্ষা করে থাকে। তবে আরব আমিরাতের বিপক্ষে এগুলো করেনি বলেই বাংলাদেশ জিতেছে বলে মানছেন মাশরাফি।

এ বিষয়ে বাংলাদেশের টি২০ অধিনায়ক বলেন, ‘আমরা যখন ১৩৩ রানের মতো স্কোর গড়লাম। তখন সবাই এই ম্যাচটা জিতে মরিয়া ছিলেন। কেউ এদিন আলাদাভাবে কোনোরকম পরীক্ষা-নিরীক্ষা করেনি। বোলাররা সধারণত যে ধরণের বোলিং করে থাকেন। শুক্রবারের ম্যাচেও তারা সেভাবে বোলিং করার চেষ্টাটা অব্যাহত রেখেছে। তাতেই আরব আমিরাতের বিপক্ষে জয় পাওয়াটা অনেক সহজ হয়েছে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি