শনিবার,১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চেন্নাইতে পরীক্ষা দিতে পারেন তাসকিন-সানি


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৩.২০১৬

bangla-m

ডেস্ক রিপোর্টঃ

আইসিসির নিয়ম অনুযায়ী, যদি কোনো বোলারের অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে তাহলে ১৪ দিনের মধ্যে আইসিসির অনুমোদিত ল্যাবে অ্যাকশনের পরীক্ষা দিতে হবে তাঁকে। বাংলাদেশি দুই বোলার পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন সন্দেহজনক হওয়ায় পরীক্ষা দিতেই হচ্ছে তাঁদের।

বল করার সময় এই দুই বোলারের কনুই নাকি ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায়। ভারতের আম্পায়ার সুন্দরম রবি ও অস্ট্রেলিয়ার রড টাকার খেলা শেষে ম্যাচ রেফারির কাছে এই অভিযোগ করেছেন। সে অভিযোগের ভিত্তিতে ম্যাচ রেফারি বিষয়টি অবহিত করেন বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে।

বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা যায়, খুব শিগগিরই এই দুই বোলার তাঁদের অ্যাকশনের পরীক্ষা দেবেন। বাংলাদেশ দল যেহেতু এখন ভারতে রয়েছে, তাই চেন্নাইতে আইসিসির অনুমোদিত ল্যাবে পরীক্ষা দিতে পারেন তাঁরা।

১৩ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ শেষ হবে। ওমানের বিপক্ষে বাংলাদেশের সেই ম্যাচের পর ১৪ মার্চ চেন্নাইতে গিয়ে তারা পরীক্ষা দিতে পারেন বলে জানা যায়। অবশ্য বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এখনো আনুষ্ঠানকিভাবে এ ব্যাপারে কিছুই জানায়নি।

গত বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ জিতে মাশরাফিরা খুশির জোয়ারে ভাসছে, তখনই দুঃসংবাদটি পায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। ডানহাতি পেসার তাসকিন আহমেদ ও  অফস্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন সন্দেহজনক।

নিয়ম অনুযায়ী ১৪ দিনের মধ্যে আইসিসির অনুমোদিত ল্যাবে অ্যাকশনের পরীক্ষা দেওয়ার কথা থাকলেও তাসকিন ও আরাফাত সানিকে সাত দিনের মধ্যেই পরীক্ষা দিতে হচ্ছে। কারণ আইসিসির কোনো টুর্নামেন্ট চলাকালীন এই অভিযোগ উঠলে সাতদিনের মধ্যেই এই পরীক্ষা দিতে হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি