রবিবার,১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ওয়াসিমও তাসকিন-সানির পাশে দাঁড়ালেন


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৩.২০১৬

wasim_akram_interview

স্পোর্টস ডেস্কঃ

বিয়ের দিন লাউ বিচি লাগানো শুধু অলস মানুষদেরই কাজ নয়, সুবিধাবাদীদের এক ধরনের ফন্দিও বটে! অস্ট্রেলিয়া-ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচকে সামনে রেখে সে কাজটিই কি করলো আইসিসি? তবে কি ভারত-অস্ট্রেলিয়াকে বাড়তি সুবিধা দিতেই আইসিসির এমন সিদ্ধান্ত? প্রশ্নগুলো বাংলাদেশের কোটি ক্রিকেটপ্রেমীর মধ্যেই শুধু নয়, ঝড় তুলেছে তাবৎ ক্রিকেট বিশ্বে।

তবে প্রশ্ন সহজ হলেও উত্তর সন্ধানে চলছে নানা ‘মুনির নানা মত’। যদিও বাহারি মত প্রকাশের খুব বেশি অবকাশ নেই, তথাপি বাংলাদেশের সাধারণ ক্রিকেট ভক্তদের পাশাপাশি বিশ্লেষকসহ সাবেক কিংবদন্তি ক্রিকেটাররাও তাসকিন-সানির ওপর হুট করে নিষেধাজ্ঞা প্রদানের কারণ অনুসন্ধান করছেন।

খোদ সাবেক অজি অধিনায়ক ইয়ান চ্যাপেল পর্যন্ত তাসকিন-সানির নিষেধাজ্ঞা নিয়ে ক্ষুব্দ হয়েছেন। আইসিসির প্রতি সংশয় প্রকাশ করে তিনি বলেছেন, ‘তাসকিন-সানিদের যদি নিষিদ্ধই করা হবে, টুর্নামেন্টের মাঝখানে কেন! টুর্নামেন্টের আগে নিষিদ্ধ করতে পারত আইসিসি।’

চ্যাপেলের কথাটি শুধু তার একার নয়, গোটা ক্রিকেট বিশ্বের। আর তাই হয়তো আইসিসির এমন বিরূপ আচরণে পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামও নির্ভার হয়ে বসে থাকতে পারলেন না।

গণমাধ্যমে তাসকিন-সানির নিষেধাজ্ঞা নিয়ে মত প্রকাশ করতে গিয়ে মুখ খুললেন এক সময়ের পাক গতিতারকা। সাবেক এই বা-হাতি পেসার বললেন, ‘আমি ইয়ান চ্যাপেলের সঙ্গে একমত, বাংলাদেশের দুই বোলারকে টুর্নামেন্টের মাঝপথে নিষিদ্ধ করা ঠিক হয়নি। আইসিসি টুর্নামেন্টের শেষ পর্যন্ত অপেক্ষা করতে পারত।’

তিনি বলেন, ‘যদি ওদের বোলিং অ্যাকশনে সমস্যা থেকেই থাকে, তাহলে এশিয়া কাপে আম্পায়াররা কী করছিলেন? তখন তো কেউ ওদের অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেনি। তাসকিন আহমেদ বাংলাদেশের মূল বোলার। তাদের প্রতি একদমই নায্য বিচার করা হয়নি।’

বিচার ন্যায্য হোক কিংবা অন্যায়- বিয়ের দিন লাউ বিচি লাগিয়ে আইসিসি যেটুকু প্রশংসা কুড়োচ্ছে ঘৃণিত হয়েতো তারচেয়ে একটু বেশিই হচ্ছে! বিচিটা সঠিক সময়ে রোপন করলে দুপক্ষই হয়তো উচিৎ ফল পেতো। আপাতত ক্ষতির ঝুলিটা তুলনামূলক একটু বেশি ভারী করেই এগোতে হচ্ছে ১৬ কোটি মানুষের প্রত্যাশার প্রতীক বাংলার ‘ব্যঘ্রবাহিনী’কে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি