শনিবার,১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » অর্ধেক শক্তির বাংলাদেশের কাছেই ধুকে ধুকে জয় অজিদের


অর্ধেক শক্তির বাংলাদেশের কাছেই ধুকে ধুকে জয় অজিদের


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৩.২০১৬

A13T2035-400x250

ডেস্ক রিপোর্টঃ

শেষপর্যন্ত হেরেছে টাইগাররা। কিন্তু তার আগে স্মিথ ওয়ার্নারদের ঘাম ভালই ঝরিয়েছে।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর ঝড়ে স্কোরবোর্ডে জমা করে ১৫৬ রান।

ম্যাচের শুরুতে তামিম খেলছেন না জানতে পেরে অনেকের মন খারাপ হয়ে যায়। এমনিতে তাসকিন নেই, নেই সানি। সেদিক থেকে টাইগার সমর্থকদের মনের কোনে কালো মেঘের ছায়া ভর করে ছিল। কিন্তু সাকিব, মাহমুদুল্লাহর ব্যাটিং ঝড়ে সেই কালো মেঘ কিছুটা হলেও উড়ে গেছে। তাই ১৫৭ রানের টার্গেট দেয়া গেছে অজিদের।

১৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছি অস্ট্রেলিয়ান দুই ওপেনার উসমান খোয়াজা ও শেন ওয়াটসন। উদ্ভোদনী জুটিতেই তারা ৬২ রান সংগ্রহ করে। ওয়াটসন রান আউট হয়ে ফিরে যাওয়ার আগে ২১ রান করেন। এরপর একে একে উইকেট গেলেও খোয়াজা আল আমিনের বলে বোল্ড হওয়ার আগে ৫৮ রান সংগ্রহ করে। শেষের দিকে ম্যাচ অনেকটা জমে উঠেছিল যখন সাকিব ভয়ংকর হয়ে উঠা ওয়ার্নারকে ফিরতি ক্যাচে ফিরিয়ে দেন। কিন্তু শেষ পর্যন্ত ১৮.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে অজিরা নির্ধারিত লক্ষ্যে পৌছে যান। ম্যান অফ দ্যা ম্যাচ পান অস্ট্রেলিয়ান লেগি জাম্পা।

তবে ব্যাটিং এবং বোলিংয়ের অভাবটা মাহমুদুল্লাহ ও সাকিব পুষিয়ে দিলেও ফিল্ডিংটা আজকে মনের মত হয়নি টাইগারদের। বেশ কয়েকটি ক্যাচ রানআউট ঠিক মত করতে পারলে ম্যাচের ফলাফল অন্যরকমও হতে পারত। মাহমুদুল্লাহ হার না মানা ২৯ বলে ৪৯ রান সংগ্রহ করেন যার মধ্যে ছিল ৭টি চার এবং একটি ছক্কা অপরদিকে সাকিব ব্যাটে ২৫ বলে ৩২ রান সহ ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি