শনিবার,১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


লড়াই করে হারলো বাংলাদেশ!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৩.২০১৬

10.-Indias-Virat-Kohli-L-is-bowled-as-Bangladeshs-wicketkeeper-Mushfiqur-Rahim-looks-on.

ডেস্ক রিপোর্ট: তীব্র উত্তেজনা। শেষ চার বলে ৬ রান। এরপর চার রান। বল করছেন ভারতীয় ভোলাররা ধীরে ধীরে। এবং তিন বলে দুই রান। বল মারলেন মুশফিক। ক্যাচ ধরলেন শেখর ধাওয়ান। দুই বলে দুই রান প্রয়োজন। পরের বলে মাহমুদুল্লাহ তুলে দিলেন ক্যাচ। শেষ বলে দুই রান দরকার। আবারো ব্যাট হাঁকালেন,ব্যাটে বলে হল না। রান আউট। এক রানে হারল বাংলাদেশ।

ক্রিকেটে কোনো কিছুই বলা মুস্কিল। তবু চেন্নাইতে টাইগাররা ব্যাটিং ঝড় চলছে। সেই ঝড়ে ওপেনার ব্যাটসম্যান ৩৫ রান করে আউট হয়েছেন ঠিকই। তার পর সাব্বিরের ঝড়ো ২৬ রানের ইনিংস। মাত্র ২৬ আবার ঝড়ো হয় কিভাবে। চেন্নাইয়ে এখন বিনা মেঘে যেন বজ্রপাত। চার ও ছক্কার বজ্রপাত যেন। মাশারাফি সেই বজ্রপাতে ৬ রানে উড়ে গেলেন। মিঠুন মাত্র ১ রান। যে ঝড় চলছে তাতে ভারত কিংবা বাংলাদেশের কোনো ভরসা নেই। ভরসা যেন ক্রিকেটের। ক্রিকেট আর দর্শকরা যদি খেলা দেখে আনন্দ পান তাহলে জয় পরাজয় ভাগাভাগি করে নেয়া চলে।

ভারতের ইনিংসে যখন রবিন্দ্র জাদেজার উইকেট উপড়ে গেল অথচ বোলার মুস্তাফিজের ভাবে কোনো প্রতিক্রিয়া নেই। যেন বোলিং প্র্যাকটিস করছেন তিনি। অবশ্য যখন মুস্তাফিজ খুশিতে হাসেন তখনো তার ভাব পুরোপুরি স্পষ্ট হয়ে ওঠে না। তাই যতটা গর্জে উঠেছিল ভারত ব্যাটিংএ ততটা বর্ষেনি। টাইগারদের ক্লোজ ফিল্ডিং আর দুর্ধর্ষ বোলিং তোপে রোহিত শর্মাকে (১৬ বলে ১৮ রান) প্রথম আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। তার সেøায়ার বল উড়িয়ে মারতে গিয়ে সাব্বির রহমানের ক্যাচে পরিণত হন রোহিত। এর আগে দুটি দর্শনীয় ছক্কা উদাস হয়ে তাকিয়ে দেখতে হয় মুস্তাফিজকে।

মুস্তাফিজের পর আঘাত হানেন সাকিব আল হাসান। বাঁহাতি স্পিনারের যাদুকরী ছোঁয়ায় এলবিডব্লিউ হন শিখর ধাওয়ান (২২ বলে ২৩ রান)। তার পর বিরাট কোহলিকে (২৪ বলে ২৪ রান) ফেরান শুভাগত হোম চৌধুরী। তারও নজরকাড়া ছক্কা দেখতে হয় টাইগারদের। কিন্তু তারপরই স্ট্যাম্প ভেঙে যায় তার।

টানা সাত ম্যাচে টস হারের পর এবার জিতেছেন মাশরাফি বিন মুর্তজা। অসুস্থতা কাটিয়ে একাদশে ফিরেছেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। সবাই এখন তার ব্যাটিংএর দিকে তাকিয়ে।

বোলিংয়ে ফিরেই পর পর দুই বলে জোড়া আঘাত হানেন আল আমিন হোসেন। তার প্রথম বল পুল করতে গিয়ে সাব্বির রহমানের সহজ ক্যাচ পরিণত হন সুরেশ রায়না (২৩)। পরের বলে সৌম্য সরকারের অসাধারণ এক ডাইভিং ক্যাচে পরিণত হন হার্দিক পান্ডিয়া (৭ বলে ১৫ রান)। সৌম্য শূন্যে থেকেই বলটি ধরে ফেলেন তারপর মাটিতে আছড়ে পড়লেও বলটি ছাড়েননি।

বুধবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাঁচা-মরার ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। ভারত ব্যাটিং শেষে দেড়’শ রানের চাকা পার করতে পারেনি বলে তা দাঁড়ায় সাত উইকেটি ১৪৬ রানে।

এর আগে দিনের শুরুতে আইসিসি জানায়, শুনানির পর জুডিশিয়াল কমিশনার আন্তর্জাতিক ক্রিকেটে তাসকিন আহমেদের বোলিংয়ের ওপর আনা নিষেধাজ্ঞা বহাল রেখেছেন। তাই তাসকিন ও সানিবিহীন টাইগাররা নিজেদের মনোবল মেরামত করেই ফের ফিরে আসেন খেলার মাঠে।

এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার কাছে হারে বাংলাদেশ। আশাটুকু বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। টানা তিন জয়ে সবার আগে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে নিউ জিল্যান্ড। সেই নিউ জিল্যান্ডকে হারানোর কঠিন চ্যালেঞ্জ টাইগারদের সামনে। ভক্তরা সেই দিনের অপেক্ষায় যে প্রহর গুণছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি