মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সামাজিক মিডিয়ার আদি কথা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৩.২০১৬

url38

ডেস্ক রিপোর্টঃ

বিশ্বে এখন ফেসবুক, টুইটারের মত সামাজিক যোগাযোগ ওয়েবসাইট সবার প্রিয়। যেকোন ঘটনা তা ব্যক্তিগতই হোক বা সার্বজনিন- সবার আগে সামাজিক যোগাযোগ মিডিয়ায়-ই পাওয়া যায়। সামাজিক মিডিয়ার বর্তমান ছড়াছড়ি দেখে অনেকেই মনে করবেন আগে জীবন কতই না কষ্টের ছিল কারণ তখন ফেসবুক, টুইটারের মত কিছু ছিল না। এ ধরনের চিন্তাবিদদের জেনে রাখা ভাল যে আজ থেকে প্রায় ৫০ বছর আগেই সামাজিক যোগাযোগ মিডিয়ার উৎপত্তি হয়।

১৯৭০ সালে এক দল বন্ধু কম্পিউটার ব্যবহার করে কমিউনিটি বুলেটিন বোর্ড সিস্টেম তৈরী করে। একটি মূল কম্পিউটার থেকে অন্যান্য কম্পিউটারের সংযোগ ঘটিয়ে তথ্য বাজার বা ‘ইনফরমেশন ফ্লি মার্কেট’ তৈরী করা হয়। যদিও এ পদ্ধতিতে ধীর গতির সেবা (সেকেন্ডে ১০ টা অক্ষর মাত্র) পাওয়া যেত তবুও তথ্য আদান-প্রদানের জন্য ব্যবহারকারীরা এখনকার সামাজিক মিডিয়ার মতই সানন্দে ‘তথ্য বাজার’ ব্যবহার করত।

পরবর্তীতে ‘বুলেটিন বোর্ড সিস্টেম’ বা (বিবিএস) বাজারে আসে। অনলাইনে নিজের আগ্রহ ও শখ নিয়ে তথ্য শেয়ার করা যেত এ সিস্টেমে। ডায়াল-আপ সংযোগের মাধ্যমে অনলাইনে আসার ফলে কম দূরত্বে অর্থাৎ স্থানীয় ক্ষেত্রেই এর যাতায়াত সীমাবদ্ধ ছিল।

১৯৮০ সালে সামাজিক মিডিয়া ‘ইউজনেট’ ছিল বেশ জনপ্রিয়। এই নেটওয়ার্কে বিশেষত গবেষক ও কম্পিউটার ব্যবহারকারীরা আড্ডা দিত। যদিও একাডেমিক কার্যক্রম শেয়ার করার জন্য এ ফোরামের উৎপত্তি কিন্তু পরে তা সদস্যদের ব্যক্তিগত বিষয় শেয়ার করার জন্য বেশ জনপ্রিয় হয়ে ওঠে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি