সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আইফোনের ক্যামেরায় টয়লেটে এ কী দেখা যায়!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৪.২০১৬

iphone1-400x189
ডেস্ক রিপোর্টঃ

বাসাটি অনেক পরিষ্কার। টয়লেটটিও দেখতে জীবাণুমুক্তই মনে হচ্ছে। দ্বিতীয়বার ভাবুন। আপনার আইফোনের নীল-আলো টেস্ট আপনাকে বলে দেবে আসলে কতোটুকু নিরাপদ আপনি অদৃশ্য জীবাণু থেকে।

ভাবছেন আইফোনের ক্যামেরা কিভাবে জীবাণু দেখাবে? সম্ভব; তবে এর জন্য আপনাকে একটু খাটুনি করতে হবে।

এর জন্য আপনার সঙ্গে থাকতে হবে একটি নীল ও একটি বেগুনী রঙের মার্কার ও একটি স্বচ্ছ স্কচটেপ। তিন খ- স্কচটেপ ছোট ছোট আকারে কেটে নিন। প্রথমে এক খ- স্কচটেপ আপনার আইফোনের ফ্ল্যাশলাইটের উপর লাগান। স্কচটেপের ওপর নীল মার্কার দিয়ে রঙ করে দিন। কিছুক্ষণ অপেক্ষা করে রঙ শুকালে তার ওপর আরেক খ- স্কচটেপ লাগান। একইভাবে আবারও নীল রঙ করে দিন। শুকালে পূর্বের মতো তৃতীয় খ- স্কচটেপও লাগিয়ে দিন। এবারও একই যায়গায় বেগুনী রঙের মার্কার দিয়ে রঙ করে দিন। এবার আপনি আইফোনের ক্যামেরায় জীবানু টেস্টের জন্য প্রস্তুত।

ফোনের ফ্ল্যাশলাইট অন করুন। এবার ক্যামেরা অন করে আপনার টয়লেটের প্যান বা কমোডের উপর ফ্ল্যাশলাইটের আলো ফেলুন। তার আগে নিশ্চিত করুন টয়লেটের লাইট বন্ধ। অর্থাৎ ফোনের ফ্ল্যাশের আলো ছাড়া অন্য কোনও আলো থাকতে পারবে না। এরপর ক্যামেরার দিকে তাকিয়ে দেখুন। আপনার টয়লেটে যদি কোনও জীবণু থেকে থাকে তাহলে এই আলোয় তা ধরা পড়বে। জ্বল জ্বল করা সবুজ আলোর মতো যেসব যায়গা দেখা যাবে সব যায়গায় ক্ষতিকারক জীবাণু রয়েছে।

আসলে এটি খুবই সহজ প্রযুক্তিতে কাজ করে। ব্যাকটেরিয়া অতিবেগুনী আলোয় জ্বলে। ফ্ল্যাশের ওপর গাঢ় নীল ও বেগুনি রঙ থাকায় তা কিছুটা অতিবেগুনি রশ্মির ন্যায় কাজ করে। তো, টেস্ট করেই দেখুন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি