মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আবার আসছে ঘরজুড়ে কম্পিউটার!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৪.২০১৬

hololanse1-400x267
ডেস্ক রিপোর্টঃ

একটা সময় ছিলো যখন একটি কম্পিটারের আকার ছিলো একটি কক্ষের সমান। আবার সেই যুগের প্রত্যাবর্তন করতে চাচ্ছে মাইক্রোসফট! তাহলে এই এতো বছরের সব প্রযুক্তির উন্নতি কি তবে বৃথা?

আসলে মাইক্রোফসট একটু ভিন্নভাবে ঘরজুড়ে কম্পিউটার আনতে চাচ্ছে। সেটি হবে ভার্চুয়াল। অর্থৎ বিশেষ চশমা চোখে দিয়েই আপনি দেখতে পাবেন এই কম্পিটারের সফটওয়্যারগুলো। এটিকে নাম দিচ্ছে হলোল্যান্স। অনেকটা ভার্চুয়ালকে বাস্তব করার মতো অবস্থা। আপনি বাসার সোফায় বসে আছেন। আপনার সিনেমা দেখতে ইচ্ছা করছে। সিনেমা চালিয়ে দিয়ে সেট করে দিলেন দেয়ালে। ওয়েদার গ্যাজেটটি ঝুলিয়ে দিলেন জানালার পাশে। অথবা আপনি গেমস খেলছেন পুরো রুম জুড়ে, কিনবা ইচ্ছে হলেই হেঁটে আসলেন মঙ্গল গ্রহ। হলোল্যান্স এভাবেই কাজ করবে।

পাঁচ বছরের অতি-গোপনীয় গবেষণার পর মাইক্রোসফট প্রাথমিক সাফল্যের ঘোষণা দিয়েছে কিছুদিন আগে। প্রধান গবেষক এলেক্স কিপম্যানের অধীনে প্রজেক্ট ব্রাভু কোডনেমে এই প্রকল্পের কাজ চলে। মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়েছে এই প্রযুক্তি আমূল পরিবর্তন করে দেবে কম্পিউটার জগতকে। তবে এই প্রযুক্তি বাজারে আসতে বেশ দেরি হবে। বর্তমানে হলোল্যান্সের অ্যাপ্লিকেশন তৈরির কাজ চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি