মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘গুগল ফুলস’!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৪.২০১৬

April-fools-google-400x253
ডেস্ক রিপোর্টঃ

এপ্রিলের এক তারিখ চলে গেছে আরও ৬ দিন আগে। তবে গুগলের এপ্রিল ফুল ভিডিওটি এখনও বোকা বানাচ্ছে মানুষকে। অনেকে তো ভিডিওটিকে সিরিয়াসলি নিয়ে ফেসবুকে শেয়ার করছে। সেখানে এমন মন্তব্যও দেখা গেছে ‘অপেক্ষা করছি কেনার জন্য’।

ভিডিওটি ছিলো, গুগল নেদারল্যান্ডসের বাজারে একটি বাইসাইকেল ছেড়েছে যেটি কোনও চালক ছাড়াই চলতে পারে! খুবই চমৎকার পেশাদারিত্বের সঙ্গে গুগল সেই ভিডিওটি তৈরি করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে গুগলের ‘সেলফ ড্রাইভিং কার’এর প্রযুক্তিতেই বানানো হয়েছে এই বাইসাইকেল। এই কারণে অনেকেই এই ভিডিওটিকে সত্যি ধরে নিয়েছে।

অথচ স্বাভাবিক কিছু বিষয় চিন্তা করলেই ধরা যায় এটা আসলেও সম্ভব কী না :
১. দেওয়ালের সঙ্গে হেলান দেয়া বাইসাইকেল নিজে নিজে সোজা হয় আবার চলতে শুরু করে? অথচ সাইকেলটির কোনও হাত নেই!
২. ভিডিওর এক পর্যায়ে দেখা যায় সাইকেলটি সোজা থাকা অবস্থায় ধাক্কা দেওয়া হলে সেটি এক পাশে পড়ে যেতে যেতে ধাক্কা সামলে নিজেই আবার সোজা অবস্থায় ফিরে আসে। দাঁড়ান! গুগল কি অভিকর্ষকে শূন্য করার কোনও প্রযুক্তি বের করে ফেলছে? না করে থাকলে এই ভিডিওকে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই।

যাহোক, যারাই এই ভিডিওটি দেখে গুগলকে বাহবা দিচ্ছেন তাদের জন্য গুগল নিজেই খারাপ অনুভব করছে হয়তো। এর আগে কোনও এপ্রিল ফুল ভিডিও এমন বাস্তব রূপ নিয়েছে কী না তা খতিয়ে দেখতে পারে গুগল। তবে এই ভিডিওকে মানুষ যেভাবে সিরিয়াসলি নিয়েছে তাতে ‘গুগল ফুলস’ নামে একটি দিন ঘোষণা করতেই পারে গুগল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি