মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


এবার গুগলের ‘হেলথ কার্ড’ ভারতে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৪.২০১৬

Health-card
ডেস্ক রিপোর্টঃ

মানুষের রোগ নির্ণয়ের সার্চ ইঞ্জিন গুগলের ‘হেলথ কার্ড ’ পেল ভারত।  সহজে পাঠযোগ্য গ্রাফিক্স বা ‘কার্ড’ এর মাধ্যমে গুগল ৪শ’র বেশি রোগের অনুসন্ধান করবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় দেশ হিসেবে এই ফিচারটি পেল ভারত। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার

একটি প্যানেলের মাধ্যমে রোগের জন্য নির্মিত ফলাফল পাওয়া যাবে এর মাধ্যমে। এই প্যানেলটিকে গুগল বলে ‘কার্ড ’। অন্যান্য তথ্যের মধ্যে এটি রোগের একটি চিত্র বহন করে প্রধান লক্ষণ ও রোগ নির্ণয়ের জন্য ল্যাব টেষ্টের প্রয়োজন হয়। একটি নির্দিষ্ট বয়সের মানুষের ওপর প্রভাব ফেলে, রোগটি ছোঁয়াচে কিনা তা শনাক্ত করে। গুগলের তথ্য অনুযায়ী, গুগলের প্ল্যাটফর্মে বিশ্বব্যাপী স্বাস্থ্য সম্পর্কিত ২০টি সার্চ আছে।

গত বছর এই ‘হেলথ কার্ড ’ পেয়েছে যুক্তরাষ্ট্র আর দুই সপ্তাহ আগে পেয়েছে ব্রাজিল। তৃতীয় দেশ হিসেবে পেল ভারত। ভারতে হিন্দি ও ইংরেজিতে এই কার্ড থাকবে। গুগলের একজন কর্মকর্তা বলেন, এই ফিচারে তারা আরো স্থানীয় ভাষা সংযোজন আরো স্বাস্থ্য অবস্থা যুক্ত করতে কাজ করছে।গুগলের প্রডাক্ট ম্যানেজার প্রেম রামাম্বামি বলেন, এটা কোন ডাক্তারের বিকল্প নয়, এর মাধ্যমে শুধু চিকিৎসা তথ্য যাচাই করা হয়। এই ফিচারের জন্য গুগল ভারতের এআইআইএমএস, এ্যাপোলো হাসপাতাল এবং কলাম্বিয়া এশিয়া হাসপাতালের কাজ করছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি