বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ঘরেই পরীক্ষা করুন আপেল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৪.২০১৬

apple1-400x188
ডেস্ক রিপোর্টঃ

আপল বাংলাদেশের বাজারে সবচেয়ে বেশি বিক্রয় হওয়া ফলের মধ্যে একটি। রোগীকে দেখতে যেতে, অতিথিকে আপ্যায়ন করতে কিংবা খাবারের পর একটু ফল আমাদের দেশের ঐতিহ্য। কিন্তু আমরা আসলে ফলের নামে কী খাচ্ছি?

ফরমালিন তো অনেক পুরোনো শঙ্কা, এখন চলে এসেছে আপেলের উপর মোমের আস্তরণ! আপেলকে আরও চক্চকে দেখাতে এমন ফন্দি করেছে আপেল কোম্পানিগুলো।

সাধারণভাবে এটি বুঝা যায়, আপনি বাসায় ফলমূল আনলে এখন আর আগের মতো পোকামাকড় বা মাছি বসে না। কখনও কি ভেবেছেন কেন এমন হচ্ছে? এর কারণ দেখতে চাইলে আপনার কিনে আনা আপেল বা যে কোনও মসৃণ চামড়ার ফলের ওপর গরম পানি ঢেলে দিন। যদি মোম থাকে তাহলে সেই মোম সাদা হয়ে ভেসে উঠবে।

এই মোম সরাতে আপনার লাগবে শুধু ভিনেগার ও হালকা গরম পানি। হালকা গরম পানিতে একটু ভিনেগার মিশিয়া ফলগুলো ধুয়ে ফেলুন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি