বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাড়ছে এন্টিবায়োটিকের ব্যবহার শঙ্কায় স্বাস্থ্যসেবা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৪.২০১৬

anti-biotic-400x223
ডেস্ক রিপোর্টঃ

দেশে এন্টিবায়োটিক ব্যবহারের ৮৩ ভাগ ক্ষেত্রে করা হয় না রোগ নির্ণয়ের পরীক্ষা। সাধারণ জ্বর-সর্দি-কাশিতেও বাদ পড়ে না এই ওষুধ। তবে সবচেয়ে বেশি অনেকটা বাধ্যতামূলকভাবেই অপারেশনের রোগীদের জন্য ক্ষেত্রে ব্যবহার হয় এন্টিবায়োটিক। চিকিৎসকরা বলছেন, বিশেষজ্ঞের পরামর্শ, উন্নতমানের অপারেশন থিয়েটার, জীবানুমুক্ত মেডিকেল ব্যবস্থাপনা থাকলে বহুলাংশে কমানো সম্ভব এই অপব্যবহার।

এন্টিবায়োটিক জীবন রক্ষকারী ওষুধ। অথচ এর ভুল কিংবা অতিরিক্ত ব্যবহার হতে পারে বড় ধরনের ক্ষতির কারণ। কিন্তু এমন ঘটনা হরহামেশায় ঘটে বাংলাদেশে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী স্বাস্থ্য বিষয়ক জার্নাল এনসিবি আইয়ে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদন বলছে, বাংলাদেশে জ্বর, সর্দি, কাশির মতো সামান্য রোগ কিংবা অপারেশন পরবর্তী সংক্রমণ ঠেকাতে “োরছে ব্যবহার হয় এন্টিবায়োটিক।

আর ৮৩ ভাগ ক্ষেত্রেই তা দেয়া হয় কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই। অনুসন্ধানে দেখা গেছে, দেশে শতভাগ অপারেশনের রোগীকেই দেয়া হচ্ছে এন্টিবায়োটিক। কিন্তু একেবারেই উল্টো চিত্র উন্নত দেশগুলোতে। সেখানে অপারেশন থিয়েটারসহ পুরো হাসপাতালকে জীবানু মুক্ত রাখতে রয়েছে সার্বক্ষণিক ব্যবস্থা।

তাই বেশিরভাগ ক্ষেত্রেই অপারেশনের পর রোগীদের আলাদা করে এন্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন পড়ে না। চিকিৎসকরা বলছেন, হাসপাতাল ব্যবস্থপনার দুর্বলতায় এটি সম্ভব হচ্ছে না বাংলাদেশে। গবষকদের মতে, এন্টিবায়োটিকের অপ্রয়োজনীয় ব্যবহারে যকৃত, কিডনি, ফুসফুসকে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শরীরে বাসা বাধতে পারে নানা রোগব্যাধী।

তবে আশার কথা হলো, রাজধানীর ন্যাশনাল চক্ষুবিজ্ঞান ইন্সটিটিউটের শিশু বিভাগে বসানো হয়েছে সেবা পদ্ধতির অত্যাধুনিক অপারেশন থিয়েটার। যেটি স্বয়ংক্রিয়ভাবেই থাকে জীবানুমুক্ত। তাই দেখা যায় না কোনো ইনফেকশন। ফলে সেখানে শূন্যের কোটায় নেমে এসেছে এন্টিবায়োটিকের ব্যবহার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি