বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ক্যান্সার ঠেকাবে চীনা গাছ হুয়াং কিন!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৪.২০১৬

89139211_112612-400x224
ডেস্ক রিপোর্টঃ

চীনের অনেক গাছই ব্যবহার করা হয়ে আসছে ভেষজ কাজে, তাও সে হাজার বছর ধরে। এমনই এক ওষধি গাছ হুয়াং-কিন। ঐতিহ্যগতভাবে গাছটি জ্বর, লিভার আর ফুসফুসের অসুখে ব্যবহার করা হয় চীনে। গাছটি নিয়ে বিজ্ঞানীরা অনেকদিন ধরেই গবেষণা করছিলেন। সম্প্রতি এক গবেষণায় বেরিয়ে এসেছে ক্যান্সারের চিকিৎসায় এর কার্যকারিতা।

বিজ্ঞানীরা দেখতে পান, এ ভেষজ গাছটি বিশেষ উপায়ে তৈরি করে কিছু রাসায়নিক দ্রব্য, যা কিনা ক্যান্সারের বিরুদ্ধে দারুণ কার্যকর। স্কুটেলারিয়া বাইকালেনসি বৈজ্ঞানিক নামের গাছটি নিয়ে করা গবেষণাটি প্রকাশিত হয়েছে সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে। চীনের একদল বিজ্ঞানীর সাথে মিলে গবেষণাটি পরিচালনা করেন নরউইচের জন ইনস সেন্টারের অধ্যাপক ক্যাথি মার্টিন। তারা গাছটিতে থাকা রাসায়নিকের বিশ্লেষণ করেন, যার নাম ফ্ল্যাভনস। এ উপাদানটি অনেক গাছের মধ্যেই রয়েছে, আর এটার জন্যই বেশকিছু গাছের ফুলের রং হয় নীল। অধ্যাপক ক্যাথির মতে, ফ্ল্যাভনস তৈরি হবার উপায়টি জানার ফলে এখন এ উপাদান বহুগুণে তৈরি করা সম্ভব হবে। সেই সাথে ভবিষ্যতে এর আরও ওষধি গুণের কথাও হয়তো বেরিয়ে আসবে। হাজার বছর ধরে ব্যবহৃত এক ভেষজ গাছের এমন অনবদ্য গুণের ব্যাপারে আলোকপাত করতে পেরে ক্যাথি আর তার দল দারুণ উচ্ছ্বসিত। পুদিনা গোত্রভুক্ত এ গাছটি মূলত চীনেরই নিজস্ব গাছ। চীনে সনাতস পদ্ধতিতে এ গাছের শেকড় অন্যান্য গাছের সাথে মিশিয়ে ব্যবহার করা হত জ¦র আর ব্যথার চিকিৎসায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি