মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৪.২০১৬

Power-Generation-Total
ডেস্ক রিপোর্টঃ

বিদ্যুৎ উৎপাদন আট হাজার ৩৪৮ মেগাওয়াটে উন্নীত করে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। গতকাল শনিবার দিবাগত রাত ৯টায় এ পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী।

এ সময় সারাদেশে লোডশেডিং ছিল না বলেও জানান তিনি।

এর আগে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ২০১৫ সালের ১৩ অগাস্ট; ৮১৭৭ মেগাওয়াট।  পিডিবির হিসাবে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর গত সাত বছরে বিদ্যুৎ উৎপাদন দ্বিগুণ হয়েছে। ২০০৮ সালে দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ৪০৩৬ মেগাওয়াট।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি