শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সময়সীমা ২০ দিন, সিম নিবন্ধন হয়েছে ৫০ শতাংশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৪.২০১৬

nibondhon-400x305
ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশে চলতি মাসের মধ্যে আঙ্গুলের ছাপ নিয়ে মোবাইল ফোনের সিম পুনঃনিবন্ধনের কাজ শেষ করার কথা থাকলেও এখনও অর্ধেক কাজ বাকি রয়েছে বলে জানা গেছে। এই কাজ শেষ করার জন্য হাতে রয়েছে মাত্র ২০ দিন।

সময় শেষ হয়ে এলেও এর মধ্যে কাজ শেষ করা যাবে কিনা সে সম্পর্কে বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণ ফোন লিমিটেডের কর্মকর্তা মাহমুদ হোসেন বিবিসি বাংলাকে জানিয়েছেন, গ্রামীন ফোনের ৫৬ মিলিয়ন গ্রাহকের মধ্যে অর্ধেকের কিছু বেশি সিম রেজিস্ট্রেশন হয়েছে। তিনি আরো বলেন, এটা খুব ভাল গতিতে এগোচ্ছিল কিন্তু অতি সম্প্রতি আদালতে মামলা হওয়ার পরে সিম নিবন্ধনের কাজে কিছুটা গতি কমে এসেছে। একটু কম হলেও আমরা আশা করছি সিম নিবন্ধনের ব্যাপারে একটা স্বচ্ছতা চলে আসছে।

নিবন্ধনের জন্য ২০ দিন সময় বাকি আছে এই ২০ দিনের মধ্যে প্রায় অর্ধেক কাজ বাকি আছে এর মধ্যে বাকি কাজ করা কতটা সম্ভব এর উত্তরে মাহমুদ হোসেন বলেন, আমাদের জন্য অবশ্যই এই সংখ্যা অনেক বড় এবং চ্যালেঞ্জিং। কিন্তু সরকার থেকে যেহেতু সময় বেঁধে দেয়া হয়েছে সেই জন্য এই কাজ শেষ করার জন্য আমাদের প্রস্তুতি আছে। এখন সমস্যা হচ্ছে মানুষকে রেজিস্ট্রেশন সেন্টারগুলোতে নিয়ে আসতে হবে। সেই লক্ষ্য পূরণের জন্য আমরা জোর প্রচারণা পুরোদমে শুরু করতে যাচ্ছি।

মাহমুদ হোসেন আরও বলেন, গ্রামাঞ্চলে অনেকের কাছে জাতীয় পরিচয়পত্র নেই সেক্ষেত্রে আমাদের খুব বেশি সুযোগ নেই। রেজিস্ট্রেশন সেন্টারগুলোতে পাসপোর্ট নিয়ে সিম সিবন্ধনের সাময়িক সুযোগ আছে। কিন্তু যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা পরিবারের অন্য সদস্যদের দিয়ে নিবন্ধন করে নিচ্ছেন। ১৮ বছরের নিচে যেসব ছেলে-মেয়েরা মোবাইল ব্যবহার করে তাদের সিম তাদের বাবা-মায়ের নামে নিবন্ধন হচ্ছে বা যারা বয়স্ক তাদের নামে হচ্ছে। আমরা গ্রাহকদের অনুরোধ করছি যাদের পরিচয়পত্র আছে তারা সেটা নিয়ে যেন সিম নিবন্ধন করে নেয়। এর আগে অজানা অচেনা মানুষের নামে সিম রেজিস্ট্রেশন হয়েছে। সেটার সাথে এখনকার বিষয়টা মিলিয়ে দেখা ঠিক হবে না।

বাকি ২০ দিনের মধ্যে সিম নিবন্ধনের কাজ শেষ না হয় তখন অনিবন্ধিত সিম বন্ধ করে দেয়া হবে কিনা সে সম্পর্কে মাহমুদ হোসেন বলেন, এই বিষয়টা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। আমরা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় থাকব। তবে আমরা অনুরোধ করব যে সবাই যেন সিম নিবন্ধন করে ফেলে। ২০ দিন অনেক সময়। আমরা যে গতিতে এগোচ্ছিলাম তাতে প্রতিদিন ১.৩ মিলিয়ন সিম রেজিস্ট্রেশন হচ্ছিল। আমি মনে করি এটা সম্ভব সেক্ষেত্রে মানুষকে সিম নিবন্ধনের সেন্টারগুলোতে আসতে হবে।

একটা বিষয়ে মানুষের মধ্যে সন্দেহ রয়েই গেছে আঙ্গুলের ছাপ নিচ্ছেন, কোথায় সংরক্ষণ করবেন এবং সেটা কতটা নিরাপদ সে সস্পর্কে মুরাদ হোসেন বলেন, ‘আমরা আঙ্গুলের ছাপ সংরক্ষণ করছি না। এটা আমাদের সিস্টেমে থাকছে না। এই তথ্যগুলো নির্বাচন কমিশনের ডেটার সাথে মিলিয়ে দেখা হচ্ছে। এই ভেরিফিকেশনের কাজ করছে নির্বাচন কমিশন। আমাদের সিস্টেমে আঙ্গুলের ছাপ সংরক্ষণের কোন ব্যবস্থাই আমরা রাখিনি। আমি গ্রাহকের আশ্বস্ত করতে চাই উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি