শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » দেবিদ্বার গুনাইঘর (দঃ) ইউপি নির্বাচনে তৃনমূল আ’লীগের সমর্থন পেলেন হুমায়ুন কবির, কাউন্সিলরদের বাড়িতে প্রতিপক্ষের হামলা


দেবিদ্বার গুনাইঘর (দঃ) ইউপি নির্বাচনে তৃনমূল আ’লীগের সমর্থন পেলেন হুমায়ুন কবির, কাউন্সিলরদের বাড়িতে প্রতিপক্ষের হামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৪.২০১৬

 

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লার দেবিদ্বার ১০ নং গুনাইঘর (দঃ) ইউপি নির্বাচনে তৃনমূল আওয়ামীলীগের সমর্থন পেলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রিয় কমিটির সভাপতি ও কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সহ-সম্পাদক মোঃ হুমায়ুন কবির। এদিকে হুমায়ন কবিরকে সমর্থন দেওয়ায় কাউন্সিলরদের বাড়িতে বাড়িতে হানা দিয়েছে আ’লীগের একাংশ গ্রুপ সমর্থিত অস্ত্রধারি সন্ত্রাসীরা। কোন কোন কাউন্সিলরকে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর, আবার যারা স্বাক্ষর দিতে অপারগতা প্রকাশ করছে তাদের বাড়ি থেকে তুলে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে স্থানীয় সূত্র জানায়। এদিকে সন্ত্রাসীদের ভয়ে এলাকা ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা করছেন কাউন্সিলররা।

সোমবার বিকেলে ১০ নং গুনাইঘর (দঃ) ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান মজিবুল হক মান্নানের সভাপতিত্বে সাধারন সম্পাদক আবদুল মতিনের পরিচালনায় সভায় উপস্থিত ১৩ কাউন্সিল প্রকাশ্যে হুমায়ুন কবিরের প্রতি সমর্থন প্রদান করেন। এরপরই উপজেলা আ’লীগের এক প্রভাবশালী নেতা তার কয়েকজন নেতাকর্মীকে ইউনিয়ন পরিষদে পাঠিয়ে কাউন্সিলরদের শাসানোর চেষ্টা করে এবং পুনরায় ওই আ’লীগ নেতার পচ্ছন্দমত জায়গায় কাউন্সিল করার প্রস্তাব দেয়া হয়। এতে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের মূলধারার আ’লীগের নেতাকর্মীরা।

সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত দিনে ১৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্ব স্ব ইউনিয়নে তৃনমূল আওয়ামীলীগের মাধ্যমে প্রার্থী নির্বাচিত হলেও উপজেলা আওয়ামীলীগ সভাপতি জয়নাল আবেদিন একজন প্রার্থী দ্বারা প্রভাবিত হয়ে বার বার কাউন্সিলের স্থান ও তারিখ পরিবর্তন করেন। আজ সকালে ৯ নং গুনাইঘর (উঃ) ইউনিয়নের বর্ধিত সভা গুনাইঘর হলেও দক্ষিনে বাধা হয়ে দাড়ান। উনার পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে নিজ বাড়ী দুয়ারিয়ায় বর্ধিত সভা স্থানান্তর করেন।

উপজেলা সভাপতি জয়নুল সাহেবের সিদ্বান্তে প্রতিবাদ করে ১০ নং গুনাইঘর (দঃ) ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিলরা ইউপি কার্যালয়ে বর্ধিত সভা করার সিদ্ধান্ত নেন। সভায় উপস্থিত সকল কাউন্সিলর আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রিয় কমিটির সভাপতি ও কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সহ-সম্পাদক মোঃ হুমায়ুন কবিরকে সমর্থন প্রদান করেন।

এসময় কাউন্সিলরগন ছাড়াও ইউনিয়ন আওয়ামীলীগের নেতা-কর্মীগন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি