শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » চান্দিনার ১৩ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জনসহ ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার


চান্দিনার ১৩ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জনসহ ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৪.২০১৬

 

স্টাফ রিপোর্টার।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া কুমিল্লার চান্দিনার ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন সহ ৩৬ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে প্রার্থীরা।
শারীরিক অসুস্থতা এবং দলের নির্দেশনা মেনে প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা।
তফসিল অনুযায়ী ১৮ এপ্রিল (সোমবার) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে স্ব-স্ব ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তাদের কাছে তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন তারা।
প্রার্থীতা প্রত্যাহারের ৮ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বিএনপি’র মনোনীত একজন, স্বতন্ত্র ছয় জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের একজন প্রার্থী রয়েছে। এছাড়া সাধারণ ওয়ার্ড মেম্বার পদে ২৪ ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৪ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।
উপজেলার ১৩টি ইউনিয়নের নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত পাঁচ রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাসুদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ বাবর, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মো. মোস্তফা কামাল, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা যোবেদা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।
১নং শুহিলপুর ইউনিয়নের ৫ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ওই ইউনিয়নে ৬নং ওয়ার্ডের সাধারণ মেম্বার প্রার্থী আকবর মোল্লা ও সংরক্ষিত মেম্বার প্রার্থী কোহিনুর আক্তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
২নং বাতাঘাসী ইউনিয়নে ১২ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. বশিরউল্লাহ তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ওই ইউনিয়নে সাধারণ মেম্বার এবং সংরক্ষিত মেম্বার প্রার্থীদের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
৩নং মাধাইয়া ইউনিয়নের ৫ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তবে ওই ইউনিয়নে ৪নং ওয়ার্ডের সাধারণ মেম্বার প্রার্থী আবদুল কাদের, ৯নং ওয়ার্ডের নূরুল ইসলাম, ১নং ওয়ার্ডের রফিকুল ইসলাম ও সংরক্ষিত মেম্বার প্রার্থী মোসা. হাসিনা আক্তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
৫নং কেরনখাল ইউনিয়নে ৫ চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. সামছুল আলম মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এছাড়াও ওই ইউনিয়নে ৭নং ওয়ার্ডের সাধারণ মেম্বার প্রার্থী মো. সিরাজ মিয়া মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
৬নং বাড়েরা ইউনিয়নে ৫ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান জালাল উদ্দিন কালা, ইসলাম শাসনতন্ত্র বাংলাদেশ বেলাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী আহসান হাবিব ও তৈয়ব আলী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় একমাত্র আ’লীগ মনোনীত প্রার্থী খোরশেদ আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারি ভাবে বিজয়ী হচ্ছেন। এছাড়া ওই ইউনিয়নে ২ নং ওয়ার্ডে সাধারণ মেম্বার পদে দুলাল মিয়া এবং ৫ নং ওয়ার্ডে নূরুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
৭নং এতবারপুর ইউনিয়নে মাত্র ২ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তবে ৪নং ওয়ার্ডের সাধারণ মেম্বার প্রার্থী মো. বাশার মিয়া মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
৮নং বরকইট ইউনিয়নে ৩জন চেয়ারম্যান প্রার্থীদের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ওই ইউনিয়নে ৩ নং ওয়ার্ডের সাধারণ মেম্বার প্রার্থী আলী আক্কাস, মো. আবদুল মতিন, মো. শাহজাহান এবং ৪ নং ওয়ার্ডের ওমর ফারুক মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
৯নং মাইজখার ইউনিয়নে ৩ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে কেউ মনোননয়নপত্র প্রত্যাহার করেননি। তবে ওই ইউনিয়নে ২ নং ওয়ার্ডের সাধারণ মেম্বার প্রার্থী আলী আজ্জম, আবদুল রাজ্জাক, মো. সফিউল্লাহ, ৫নং ওয়ার্ডের দুলাল মিয়া, ৬নং ওয়ার্ডের বাবুল মিয়া এবং সংরক্ষিত মেম্বার প্রার্থী মোসা. জরিনা বেগম মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
১০নং গল্লাই ইউনিয়নে ৪ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ২জন। মনোনয়নপত্র প্রত্যাহার করা চেয়ারম্যান প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী মো. আলাউদ্দিন এবং খলিলুর রহমান। ওই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাধারণ মেম্বার প্রার্থী মো. আবদুল আলিম ও সংরক্ষিত মেম্বার প্রার্থী মোসা. আয়েশা বেগম মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
১১নং দোল্লাই নবাবপুর ইউনিয়নে ৫জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ওই ইউনিয়নে ১নং ওয়ার্ডের সাধারণ মেম্বার প্রার্থী মো. হালিম ও ৪নং ওয়ার্ডের আহসান হাবিব মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
১২নং বরকরই ইউনিয়নের ৩ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তবে ৪ নং ওয়ার্ডের সাধারণ মেম্বার প্রার্থী মো. আবুল কালাম তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
১৩নং জোয়াগ ইউনিয়নের ২ চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ওই ইউনিয়নে ৪নং ওয়ার্ডের সাধারণ মেম্বার প্রার্থী মো. নজরুল ইসলাম, ৫নং ওয়ার্ডের মফিজুল ইসলাম ও ৬নং ওয়ার্ডের সফিকুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
এদিকে গত ৭ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে ৫৯ জন, সাধারণ ওয়ার্ড মেম্বার পদে ৪৫৭ ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১১২ জনসহ মোট ৬২৮জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি