শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কাশিনগর ইউনিয়নবাসির প্রিয় মুখ মোশারেফ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন


কাশিনগর ইউনিয়নবাসির প্রিয় মুখ মোশারেফ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৪.২০১৬

DSC_8869

স্টাফ রিপোর্টারঃ

চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রিয় মানুষ জয়প্রিয় ব্যক্তিত্ব মোশারেফ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোশারেফ হোসেন আ’লীগ দলীয় মনোনয়ন পেয়েছেন। তবে এই ইউনিয়নে চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাড়াঁনোর ফলে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন মোশারেফ হোসেন।

মোশারেফ হোসেন বলেন, আমি আজ অত্যন্ত খুশি। আমি ইউনিয়নের মানুষের জন্য অতীতে কাজ করার চেষ্টা করেছি, এখনও করছি এবং ভবিষ্যতেও করবো। ইউনিয়নবাসী আমাকে খুব ভালবাসে। আমি যেহেতু চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছি, সেহেতু ইউনিয়নবাসীর কল্যানে কাজ করার পরিধি আমার আরো বেড়ে গেছে। আমি আজীবন ইউনিয়নবাসীর সেবা করে যেতে চাই।

উল্লেখ্য যে, মোশারেফ হোসেন চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের বারইয়া (মুন্সিবাড়িতে) গ্রামের মৃত মোঃ আলী উল্লাহ ও হাছান বানুর সন্তান।
মোশারেফ হোসেন তার গ্রামের মোক্তবে ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন । তারপর প্রাথমিক শিক্ষা গ্রহন করেন কাশিনগর প্রাথমিক বিদ্যালয় থেকে। শিক্ষা জীবনে মোশারেফ মেধাবী ছাত্র ছিলেন। পরবর্তীতে ১৯৯৪ সালে কাশিনগর বিএম উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সাথে এসএসসি পরীক্ষায় উর্ত্তীণ হয়ে পরবর্তীতে ১৯৯৬ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি, ১৯৯৯ সালে বিএ বিএড শেষ করেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত।
ছাত্রজীবন থেকেই মোশারেফ হোসেন বঙ্গবন্ধুর হাতে গড়া আদর্শের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগে যোগদানের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৯৪ সালে রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিবের হাত ধরে তিনি রাজনীতিতে আসেন। ১৯৯৪ সালে এস এস সি পাশের পরপরই তার মেধা এবং ছাত্ররাজনীতির আদর্শ দেখে তাকে কাশিনগর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়। পরবর্তীতে উপজেলা ছাত্রলীগের সদস্য, কাশিনগর ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। তার ছাত্রনেতৃত্বের শৃঙ্খলা নেতৃত্বপূর্ণ কর্মকান্ড দেখে চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। পরবর্তীতে তাকে চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয় যে পদটিতে মোশারেফ অত্যান্ত দক্ষতার সাথে বর্তমানে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

DSC_8840

মোশারেফ হোসেন ছাত্রজীবন থেকেই এলাকার সাধারণ মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন তেমন অর্থবিত্ত না থাকলেও সে সাধারণ মানুষের প্রয়োজনে দিনরাত ছুটে গেছেন এবং সকলের অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়ে সকল কর্মকান্ডে সফলভাবে অংশগ্রহন করেছেন। বর্তমানে সে কাশিনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসংখ্য মসজিদে দান অনুদান, কন্যাদায়গ্রস্ত পিতার কন্যার বিয়েতে অর্থ প্রদান, দুস্থদের মাঝে কাপড়-চোপড় বিতরণ, প্রতিবন্ধি খেটে খাওয়া মানুষদের নগদ অর্থ প্রদান করে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। মোশারেফ হেসেন কাশিনগর ইউনিয়নে যতদিন থাকেন এমন কোন দিন নেই ভোরে ঘুম থেকে উঠেই তার প্রাণ প্রিয় এলাকাবাসির সেবায় নিজেকে বিলিয়ে দেন। এতেই শেষ নয় মোশারেফ হোসেন বাড়ি বাড়ি গিয়ে গরীব এবং সাধারণ খেটে খাওয়া মানুষের সাথে দেখা করে খোঁজ-খবর নেন। মোশারেফ প্রায়ই বলেন- ‘‘আমি গরীবের সন্তান, আমি গরীব পরিবার থেকে উঠে এসেছি তাই গরীব মেহনতি মানুষকে বুকে টেনে নিতে আমার একটুও কুন্ঠাবোধ করিনা’’।

মোশারেফ হেসেন বর্তমানে কাশিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, কাশিনগর ইসলামিয়া আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির হিতৌষী সদস্য হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও মোশারেফ বর্তমানে চৌদ্দগ্রাম ডায়বেটিক সমিতির আজীবন সদস্য, রোটারী ক্লাব অব কুমিল্লা লালমাই এর সদস্য এবং কুমিল্লা সিটি ক্লাবের সদস্য। বিগত সময়ে মোশারেফ দক্ষতার সাথে কাশিনগর প্রাথমিক বিদ্যালয়ের স্কুল পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করায় কুমিল্লা জেলা প্রশাসন কর্তৃক জেলার শ্রেষ্ঠ স্কুল পরিচালনা কমিটির সভাপতি হিসেবে ভূষিত হন।
শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয় এলাকায় খেলাধুলা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করতে মোশারেফ প্রতি বছর কাশিনগরের স্কুল কলেজ পড়–য়া শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে এলাকা থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে দিনরাত কাজ করে ইত্যেমধ্যে সাধারণ মানুষের হৃদয়ের মনিকোঠায় জায়গা করে নিয়েছেন। মোশারেফ তার ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ক্ষেত্রে অবদানে যে সমস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান অবদান রেখেছেন এবং এখনও রেখে আসছে সে সকল কৃর্তিমানদের সব সময় সহযোগিতা দিয়ে আসছেন।

তিনি বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় থেকে রেলপথ মন্ত্রীর প্রতিনিধি হিসেবে চায়না রেলওয়ে লিঃ এর আমন্ত্রণে চায়না রেলওয়ে সিস্টেম পরিদর্শন এবং সেমিনারে অংশ গ্রহন করেন। এছাড়া তিনি বাংলাদেশ সরকারের মাননীয় রেলপথমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে বেশ কয়েকটি দেশ সফর করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি