শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চান্দিনায় নির্বাচনী প্রচারণায় বাঁধা; ৪ জনকে কুপিয়ে জখম


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৪.২০১৬

Nirbacon-400x115
ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চান্দিনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতীক নিয়ে প্রচারণা চালানোর সময় বিদ্রোহী প্রার্থীর ৪ সমর্থককে কুপিয়ে জখম করেছে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর সমর্থকেরা। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার ( ১৯ এপ্রিল) রাত ৮টায় উপজেলার মাইজখার ইউনিয়নের পানিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন পানিপাড়া গ্রামের আবদুল বাতেনের ছেলে আবদুল কাদের (৩১), মৃত আলী মিয়ার ছেলে আবদুল মান্নান (৬০), আবদুল মান্নানের ছেলে মো. জুয়েল (৩৫) ও করতলা গ্রামের মৃত বজলু মিয়ার ছেলে মো. শফিক (৩৫)।

জানা যায়, মঙ্গলবার ওই ইউনিয়নের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের পর সন্ধ্যায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো. সেলিম সরকার (আনারস প্রতীক) এর সমর্থকেরা নির্বাচনী প্রচারণা চালানোর জন্য পানিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যান। খবর পেয়ে আওয়ামীলগ মনোনীত প্রার্থী মো. জামাল উদ্দিন ( নৌকা প্রতীক) এর সমর্থকেরা সেখানে ছুটে গিয়ে নির্বাচনী প্রচারণা বন্ধ রাখার হুমকি দেন। আনারস প্রতীক সমর্থকেরা বাঁধা উপেক্ষা করে নির্বাচনী প্রচারণা চালালে নৌকা প্রতীক সমর্থকেরা চাপাতি, রামদা নিয়ে তাদের উপর হামলা চালায়। এসময় চার সমর্থককে কুপিয়ে জখম করা হয়। আহত অবস্থায় তাদের চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আশঙ্কাজনক অবস্থায় তিনজকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অভিযোগ রয়েছে, ওই ইউনিয়নে সেলিম সরকারের সমর্থক বেশি থাকায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর সমর্থকেরা মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নানা হুমকি-ধমকি প্রদান করা হয়। ওইসময় নিরাপত্তার কথা ভেবে তিনি জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র প্রত্যাহারের দিন পর্যন্ত তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি-ধমকি প্রদান করেন বিভিন্ন মহল। সবশেষে প্রতীক বরাদ্দের পর তার সমর্থকেরা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণায় নামার পর পরিকল্পিতভাবে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর সমর্থকেরা তাদের উপর এ হামলা চালায়।

এ ব্যাপারে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. জামাল উদ্দিনের সাথে কথা বলার জন্য তার ব্যবহৃত মোবাইলে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি