সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আজো চালু আছে কাঙাল হরিনাথ মজমুদারের ১৫০ বছরের প্রেস


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৪.২০১৬

Capture92-400x221
ডেস্ক রিপোর্টঃ

বাংলা ভাষায় প্রথম প্রকাশিত পত্রিকা ‘গ্রামবার্তা প্রকাশিকা’। ১৮৬৩ সালে প্রকাশিত এই পত্রিকার প্রকাশক ছিলেন কাঙাল হরিনাথ মজমুদার এবং তার এই প্রেসটি আজও ইতিহাসের সাক্ষী হয়ে হয়েছে। ১৫০ বছরের এই প্রেসটি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে পুরোনো প্রেস যা আজও চালু আছে।

বর্তমান কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রামের কুন্ডুপাড়ায় ১৮৩৩ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন কাঙাল হরিনাথ মজমুদার । সমাজের বৈষম্য এবং জমিদারদের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করে তোলার জন্য তিনি ১৮৬৩ সালে কুষ্টিয়ার প্রথম সংবাদপত্র ‘গ্রামবার্তা প্রকাশিকা’ প্রকাশ করেন।

এখন তার স্মৃতি বলতে অবশিষ্ট রয়েছে ঐতিহাসিক ছাপার যন্ত্র, এমএন প্রেস, হাত মেশিন, বাংলা টাইপ ও হরিনাথের কিছু পান্ডুলিপি। তাঁর বাড়ির ঐতিহাসিক বাড়িটি আজ ভঙ্গুর প্রায়। ১৯৭১সালে পাক বাহিনীর বোমা হামলায় তার ছাপাখানা ঘরের ছাদ ধবংস হয়ে গেলেও ছাপাখানাটি রক্ষা পায়। বাড়ির এক কোণে পড়ে আছে সেই প্রেস, যাতে রয়েছে কাঙাল হরিনাথ, লালন, মীর  মোশাররফ ও জলধর সেনের হাতের স্পর্শ। ‘বাংলা মুদ্রণ যন্ত্র’ নামের যে যন্ত্রটিতে তিনি ১৮৭৩ সালে গ্রামবার্তা ছাপিয়ে ছিলেন, সেটি দর্শনার্থীদের জন্য এখনও তাঁর বাড়িতে রাখা আছে।

উল্লেখ্য, সম্প্রতি সরকার কুমারখালীর এই প্রেসটি সংরক্ষণের জন্য ৬ কোটি টাকা বাজেট বরাদ্দ করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি