সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » মিডিয়া » সাংবাদিকের বলার অধিকার কোনো দিনই স্বচ্ছ ছিল না : তোয়াব খান


সাংবাদিকের বলার অধিকার কোনো দিনই স্বচ্ছ ছিল না : তোয়াব খান


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৪.২০১৬

মম1-400x400
ডেস্ক রিপোর্টঃ

দৈনিক জনকন্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান বলেছেন, সাংবাদিকের স্বাধীনতা এবং তাদের মুক্তবাক অধিকার কোন সময়েই স্বচ্ছ ছিল না। আমরা স্বাধীনতা কথাটা ব্যবহার করা সত্বেও কোন স্বাধীনতা প্রকাশ করতে পারি না।

শনিবার এটিএন নিউজের ‘নিউজ আওয়ার এক্সট্রা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তোয়াব খান বলেন, বর্তমান সমাজ ব্যবস্থার গন্ডিতে এসে দেখা গেছে যে এখানে যদি কেউ কোন কথা বলে, আর সে কথা যদি রাষ্ট্রের বা ধর্মীয় বা অন্য কোনো বিষয়ে আঘাত হানে তাহলে দেখা যাবে সেখানে বাধা আসছে। কারণ, এখানে রাষ্ট্রের একটা বড় স্বার্থ জড়িয়ে রয়েছে এবং দেশের ও সমাজ ব্যবস্থার ঐক্যের প্রশ্ন রয়েছে।

তিনি বলেন, সাংবাদিকের সব সময় দুইটা বিষয় মাথায় রাখতে হয়। প্রথমত, তাকে নিজের ব্যক্তি স্বাধীনতার ওপর নজর রাখতে হয় এবং পাশাপাশি তার সংবাদপত্রের স্বাধীনতাও দেখতে হয়।

একটা বৈরী পরিবেশের মধ্যে সাংবাদিক তার স্বাধীনতা বজায় রেখে কাজ করতে পারে কিনা?

এমন পশ্নের জবাবে তোয়াব খান বলেন, যারা আইয়ূব খানের আমলে সাংবাদিকতা করেছে তার জানেন, সে সময় সংবাদের শিরোনাম কি হবে এবং শিরোনামের যদি ‘ক এর জায়গায় খ হয়’ তাহলে আবস্থা খারাপ ছিল। এইরকম অবস্থার মধ্যেও সাংবাদিকরা স্বাধীন ভূমিকা পালন করেছে। সেটা সম্ভব হয়েছে কারণ, তখন যে সাংবাদিকরা কাজ করতেন তারা প্রত্যেকেই সচেতন ছিলেন নিজের অধিকার সম্পর্কে। সাংবাদিকদের সাংগঠনিক দক্ষতা এবং কর্মক্ষমতা দুটোই ঐক্যের দিক থেকে খুব কঠোর ছিল।

তিনি উদাহরণ দিতে গিয়ে বলেন, পাকিস্তানি এক বার্তা সংস্থায় রাজা নামে একজন সংবাদ দাতা কাজ করতেন। তিনি আইয়ূব খানের সামরিক শাসনের সময় একটা সংবাদ লিখেছিলেন। তার পরিপ্রেক্ষিতে কোর্ট তাকে ডেকে পাঠালেন এবং তাকে প্রশ্ন করা হয়েছিল   ‘আপনি যে খবরটা দিয়েছেন তার সূত্র কি’?। কিন্তু সাংবাদিক রাজা সেটা বলতে রাজি হয়না। পরবর্তীতে দেখা গেল যে তার এলাকার সমস্ত লোক তার পক্ষে দাঁড়ালো। ফলে কোর্ট পিছু সরে যায়। অর্থাৎ কোর্টকে নতি স্বীকার করতে হয়েছিল।

তিনি আরও বলেন, ঐ রকম একটা চূড়ান্ত বৈরী পরিবেশও সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। যদি আমরা সাংবাদিকরা সচেতন থাকি এবং দায়িত্ব অধিকার বজায় রাখি এবং আমাদের মধ্যে যদি ঐক্য থাকে তাহলে আমরা স্বাধীনতা এবং অধিকার নিয়ে কাজ করতে পারি।

তিনি বলেন, যদিও পরবর্তীকালে আমরা অধিকার নিয়ে এগিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত নিজেদের মধ্যেই ঐক্য না থাকার কারণে তা হয়ে ওঠেনি। ফলে আমরা অনেক খারাপ অবস্থাও কথা বলতে পারি না, আমাদের পিছিয়ে যেতে হয়।

তাহলে কি সাংবাদিকের বোঝাপড়ায় কোনো ঝামেলা আছে?

এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের একটা বিষয় সবসময় মনে রাখতে হবে যে, আমরাও একটা সমাজে বসবাস করি। আর সেই সমাজটাও কিন্তু রাষ্ট্রের অধীনে। তাই রাষ্ট্র আর সমাজ এই দুটোকে কিন্তু আমরা বাদ দিয়ে কাজ করতে পারি না। আমাদের সংবিধান যদি দেখি, তাহলে দেখা যায় যে, সেখানে খুব ভালভাবে বলা আছে সংবাদপত্রের স্বাধীনতা গণমাধ্যম এর স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সভা সমাবেশের অধিকারসহ সব কিছু দেয়া রয়েছে।

তিনি আরও বলেন, সংবিধানে কিছু ধারায় বলা আছে যে, সংবিধানের উল্লেখিত যে ধারাগুলো সেগুলো যদি ভঙ্গ না করে তা হলে যে কোন সাংবাদিক সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারবে। সংবিধানের ঐ ধারার মধ্যেও ১,২,৩ ধারায় বিদেশীদের সাথে সম্পর্কের কথাও উল্লেখ আছে এবং সাম্প্রদায়িক হানাহানিসহ, দেশের রাষ্ট্রিয় স্বার্থে গোপনীয়তা ফাঁস করার অধিকারসহ আরও অনেক বিষয় উল্লেখ আছে। কিন্তু আমরা তা ব্যবহার করতে পারছি না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি