রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


চান্দিনায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ; আহত ৩


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৪.২০১৬

 

স্টাফ রিপোর্টার।
কুমিল্লার চান্দিনায় ককটেল তৈরির কালে বিষ্ফোরণ ঘটে তিন যুবক আহত হয়েছে। রোববার (২৪ এপ্রিল) সন্ধ্যা পৌঁনে ৮টায় উপজেলা সদরের পল্লী বিদ্যুৎ রোড এলাকায় ওই ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলার মহারং গ্রামের আব্দুর রব এর ছেলে সোহেল (২৪), আবুল কাশেম এর ছেলে হাসান (২৫)। অপরজন হলেন রিপন (২৩), তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তাদের মধ্যে সোহেল ও হাসানকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে রিপন এর খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানাযায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পল্লী বিদ্যুৎ রোডের তাহের স্বর্ণকারের তাহের মঞ্জিল ভাড়া নিয়ে ককটেল তৈরি করছিল কয়েক জন যুবক। সন্ধ্যা ৮টা ৫০ মিনিটে হঠাৎ বিকট শব্দের সাথে সাথে চিৎকার শুনে আমরা ছুটে আসতেই কয়েকজন যুবক দৌঁড়ে পালিয়ে যায়। এদের মধ্যে দুই জন মারাত্মক অবস্থা ফ্লোরে লুটিয়ে পড়ে থাকে এবং রক্তমাখা অবস্থায় অপর একজনকে কোলে তুলে নিয়ে যেতে দেখি।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার মাসুম বিল্লাহ জানান, আহতদের মধ্যে আমাদের হাসপাতালে ২ জনকে আনার পর তাদের অবস্থার অবনতি ঘটলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে আসি। তবে বাসায় কাউকে পাইনি। বিস্তারিত জানার চেষ্টা করছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি