রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় শীর্ষে ‍কুমিল্লা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৪.২০১৬

comilla-sm20160424215235
ডেস্ক রিপোর্টঃ

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সারাদেশের মধ্যে এবারো শীর্ষ স্থান অর্জন করেছে কুমিল্লা জেলা প্রশাসন।

২০১৪ সালের জুন মাস থেকে ২০১৬ সালের মার্চ মাস পর্যন্ত ২২ মাসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ১৬তম  বারের মতো শীর্ষস্থান অর্জন করলো কুমিল্লা জেলা প্রশাসন।

রোববার (২৪ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কুমিল্লা জেলা প্রশাসককে এ সম্পর্কিত অভিনন্দনপত্র পাঠানো হয়।

চলতি বছরের মার্চ মাসে কুমিল্লা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোট ৩০৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। এ সময়ে তারা ৫৪৬টি মামলা দায়ের, ১৫ লাখ ৬৫ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেছেন। এছাড়া  ৪৩৭ জনকে অর্থদণ্ড ও ১০৯ জনকে কারাদণ্ড দিয়েছেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, বর্তমান জেলা  প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল কুমিল্লায় যোগদান করার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় গুরুত্বারোপ করেন।
এ বিষয়ে মো. হাসানুজ্জামান কল্লোল  বলেন, খাদ্যে ভেজাল রোধ, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ বিভিন্ন অপরাধ দমনে আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করেছি। যার ফলে বিভিন্ন অপরাধ দমন সম্ভব হয়েছে।

তিনি বলেন, কুমিল্লার জনগণের স্বার্থে ভবিষ্যতেও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। কুমিল্লা জেলা প্রশাসনের এ সাফল্যে আমরা আনন্দিত। আমরা জেলা প্রশাসনের সব সহকর্মী ও সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি