শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


জন্মের ৩০ মিনিট পর সড়ক দুর্ঘটনায় মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৪.২০১৬

Chandina-accident-bg20160424143537

ডেস্ক রিপোর্টঃ

মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার মাত্র ৩০ মিনিট পরই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক নবজাতকের।

রোববার (২৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা গেট এলাকায় ওই নবজাতককে বহনকারী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুটির মৃত্যু হয়। আহত হয়েছেন আরো ৭ জন।

সূত্র জানায়, দাউদকান্দি উপজেলার দড়ানিপাড়া গ্রামের সৌদী প্রবাসী মোহাম্মদ হাসানের স্ত্রী রূপালী বেগম রোববার ভোরে প্রসব ব্যথা অনুভব করেন। বেলা সাড়ে ১১টায় তাকে চান্দিনার মেডিকেয়ার নামে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি সন্তানের জন্ম দেন।

কিন্তু নবজাতকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মা ও শিশুকে অ্যাম্বুলেন্সযোগে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রওনা হন স্বজনেরা। কিছুদূর যাওয়ার পরই গেট এলাকায় বিপরীত দিকে থেকে আসা বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন। তারা হলেন, দেবিদ্বার উপজেলার বাগুর গ্রামের আলী আশরাফের ছেলে আলাউদ্দিন (২২), একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মকবুল (২৪), দাউদকান্দির দড়ানিপাড়া গ্রামের নূরজাহান (৩৫), হাসপাতালের ওয়ার্ড বয় শাহিন (১৫), অ্যাম্বুলেন্স চালক দেবিদ্বার উপজেলার দাড়িয়াপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মাহাবুব (৩০), হেলপার বাবুটিপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে সাইফুল (২০) ও নবজাতকের নানী (৬০)।

গুরুতর আহত নূরজাহান ও আলাউদ্দিনসহ ৪ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুস ছালাম জানান, অ্যাম্বুলেন্সটি উল্টোপথে আসার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি