শনিবার,১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ব্যাপক অনিয়মের মধ্য দিয়ে কুমিল্লার ১৮ ইউনিয়নে নির্বাচন সম্পন্ন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৪.২০১৬

_MG_5397

০ সকাল থেকেই ভোটার শূন্য ছিল অধিকাংশ কেন্দ্র
০ প্রায় কেন্দ্রেই ভোট কারচুপির অভিযোগ
০ প্রত্যেকটি কেন্দ্রই ছিল আ’লীগ নেতাকর্মীদের দখলে
০ বিভিন্ন ভোটকেন্দ্রে সংঘর্ষ, তিনটি ভোটকেন্দ্র স্থগিত
০ অনিয়মের অভিযোগ এনে বিএনপির ২ প্রার্থীর নির্বাচন বর্জন

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার ১৮ টি ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্রে সংঘষর্, ভোট কারচুপি ও ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ব্যালট পেপার ছিনতাই ও ভোটকেন্দ্রে প্রার্থীদের মধ্যে সংঘর্ষে কুমিল্লা আর্দশ সদরের দুটি ইউনিয়নে তিনটি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। নির্বাচন বর্জন করেছেন বিএনপির দুই প্রার্থী।

শনিবার (২৩ এপ্রিল) সকাল ৮ টা থেকেই কুমিল্লা সদরের ৬টি ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্রে প্রায় ভোটার শূন্য অবস্থা বিরাজ করে। বিএনপির এজেন্ট ও নেতাকর্মীদেরকেও কোথাও দেখা যায়নি। প্রায় সব কেন্দ্রেই আ’লীগ নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। একই অবস্থা বিরাজ করেছে লাকসাম উপজেলার ৫টি ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে।
তবে বুড়িচং উপজেলার ৭টি ইউনিয়নে সকাল থেকেই প্রায় কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলো দখল করে ফেলে। শুরু হয় জালভোটের মহোৎসব।

13015565_1052509921464130_195613091747138395_n

সরেজমিনে কুমিল্লা সদরের কালিরবাজার ইউনিয়নের কমলাপুর বালিকা উচ্চ বিদ্যালয়, কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনশাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধনিয়াখোলা সরকারি ডিগ্রী কলেজ ও দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি নেই। প্রত্যেকটি বুথেই আ’লীগের নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা গেছে। সেখানে পাওয়া যায়নি বিএনপির কোন এজেন্ট ও নেতাকর্মীদের। আবার কিছু কেন্দ্রে বিএনপির এজেন্টদের ভোট শুরুর পূর্বেই মারধর করে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রায় কেন্দ্রেই সাংবাদিকদের প্রবেশে আ’লীগ নেতাকর্মীরা বাধাঁ প্রদান করছেন। পর্যবেক্ষকদের উপস্থিতি টের পেলেই নৌকা প্রতীকের কর্মী-সমর্থকদের ভোটার সারিতে দাঁড় করিয়ে দেওয়া হয়। কয়েকটি কেন্দ্রে ১৫/২০ জন মহিলা ভোটার দেখা গেছে। পর্যবেক্ষক আসলে তাদেরকে ভোটার সারিতে দাঁড় করিয়ে দেওয়া হয় বলে জানা যায়। প্রায় কেন্দ্রেই ভোটার না থাকলেও ভোট শুরুর দেড় ঘন্টার মধ্যে প্রায় অর্ধেক ভোট প্রয়োগ হয়ে গেছে বলে বিভিন্ন সূত্র জানায়।
সদরের জগন্নাথপুর ইউনিয়নের ঝাকুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাজগড্ডা মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মেম্বার প্রার্থীদের মধ্যে কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।

3
কুমিল্লা সদরের মত অবস্থা বিরাজ করে লাকসামের ৫টি ইউনিয়নে । প্রায় কেন্দ্রগুলো ছিল ভোটার শূন্য । নৌকা প্রতীক ছাড়া অন্য কোন প্রতীকের কোন এজেন্ট, প্রার্থী ও সমর্থকদের দেখা যায়নি। প্রায় সব কেন্দ্রেই আ’লীগের নেতাকর্মীদের নিয়ন্ত্রনে রয়েছে। সেখানে প্রায় কেন্দ্রেই জালভোটের মহোৎসব হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা সদর ও লাকসামের বিভিন্ন ইউনিয়নে নৌকা ব্যতিত অন্য প্রতীকের প্রার্থীদের নির্বাচনের পূর্বেই নির্বাচন থেকে সরিয়ে দেয়া হয়েছে। যে কয়েকটি ইউনিয়নে অন্য প্রতীকের প্রার্থী রয়েছে তারা ভয়ে-আতংকে কেন্দ্রে আসতে পারেনি। নানা হুমকি-ধমকিতে সাধারণ ভোটাররা কেন্দ্রে আসতে চায় না। আর যারা আসছে তাদেরকে বাড়িতে ফেরত পাঠানো হয়েছে। প্রায় সবকেন্দ্রের বাইরেই বহিরাগত ও আ’লীগের নেতাকর্মীদের সরব উপস্থিতি থাকায় অন্য প্রার্থী ও সাধারণ ভোটারদের দেখা যায়নি। আর প্রায় কেন্দ্রেই ভোট শুরুর আগেই বিভিন্ন প্রার্থীর এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, ব্যালট পেপার ছিনতাই ও কেন্দ্র দখলের অভিযোগে আর্দশ সদরের ৩ নং দক্ষিণ দুর্গাপুরের খেতাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধিনগর সার্বিক গ্রাম সমবায় সমিতি কেন্দ্র, ২ নং উত্তর দুর্গাপুরের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।

এছাড়া বেলা সাড়ে ১১ টার দিকে আর্দশ সদরের ৩ নং দক্ষিণ দুর্গাপুরের খেতাসার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইকালে মেম্বার প্রার্থীদের দুপক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়।

সকাল সাড়ে ১০ টায় কালিবাজার ইউনিয়নের আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ৫/৬ জন আহত হয়।

সকাল সাড়ে ১০ টায় ও দুপুর সোয়া ১২ টায় জগন্নাথপুর ইউনিয়নের ঝাকুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাজগড্ডা মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মেম্বার প্রার্থীদের সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এ সময় ব্যাপক গুলিবর্ষনের ঘটনা ঘটে। এ সময় এক মেম্বার প্রার্থীসহ আহত হয় কমপক্ষে ৫ জন।

বেলা সাড়ে ১১ টায় লাকসাম উপজেলার আসগরা ইউনিয়নের ঘাটার নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মেম্বার প্রার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়। এসময় বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষনের ঘটনা ঘটে। এ সময় সামসু মেম্বারসহ ১৫ জন আহত হয়। আজগরা ইউনিয়নের ঘাটার নোয়াগাঁও কেন্দ্রে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী শামসুল আলমের এজেন্ট আনোয়ার হোসেনকে কেন্দ্র থেকে বের করে দেয়। ওইসময় দু’পক্ষের সংঘর্ষে সামছুল আলমের সমর্থক রহমত আলী, জামাল হোসেন, ফারুক, সুজন, বিল্লাল গুরুতর আহত হয়। এ সময় দু পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার কারনে আধা ঘন্টা ভোট গ্রহন বন্ধ থাকে। সংবাদ পেয়ে বিজিবি ঘটনাস্থলে পৌছলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এরপর ওই কেন্দ্রে পুনরায় ভোট গ্রহন শুরু হয়। এছাড়া বিভিন্ন কেন্দ্রে বিএনপির কোন প্রার্থীর এজেন্টদেরকে কেন্দ্রে দেখা যায়নি। সকাল থেকে ২/১ টি কেন্দ্রে ভোটার উপস্থিত থাকলেও বেলার বাড়ার সাথে সাথে প্রতিটি কেন্দ্রে ভোটার বিহীন অবস্থায় দেখা যায়। ওইসময় নির্বাচনে দায়িত্বরত পোলিং এজেন্টরা একে অন্যের সাথে গল্পগুজব করে সময় কাটাচ্ছে।

13081885_1324984167528274_153459624_n

সকাল সাড়ে ১০ টার দিকে বুড়িচংয়ের রাজাপুর ইউনিয়নের লালমতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আ’লীগ দলীয় প্রার্থী মোস্তফা ও স্বতন্ত্র প্রার্থী (আ’লীগের বিদ্রোহী প্রার্থী) হাজী শাহলমের সমর্থকের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ব্যাপক গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের ৫ জন আহত হয়।

বেলা সাড়ে ১১ টার দিকে বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের হাজী চেরাগ আলী উচ্চ বিদ্যালয় ও বারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আ’লীগ ও স্বতন্ত্র (আ’লীগের বিদ্রোহী) প্রার্থীর মধ্যে সংঘর্ষে দুটি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ প্রায় ১ ঘন্টা সাময়িক স্থগিত ছিল। পরে ভোটগ্রহণ আবার শুরু হয়।

কালিবাজার ও লাকসাম পূর্ব ইউনিয়নে ২ বিএনপির প্রার্থীর নির্বাচন বর্জন ঃ
কুমিল্লা আর্দশ সদরের কালিবাজার ইউনিয়ন ও লাকসাম পূর্ব ইউনিয়নে বিএনপির ২ প্রার্থী ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন।

শনিবার (২৩ এপ্রিল) বেলা ১১ টায় ইউনিয়নে নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কালিরবাজার ইউনিয়নের বিএনপি প্রার্থী আলী হোসেন নির্বাচন বর্জনের ঘোষনা দেন। সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষনা দিয়ে বিএনপি প্রার্থী আলী হোসেন জানান, এই ইউনিয়নে ১৫টি ভোট কেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্রে গতকাল রাতেই সরকার দলীয় লোকজন ব্যালট বাক্স ভোট দিয়ে ভরিয়ে দিয়েছে। আর ৫টি কেন্দ্রে আজ কাল ১০ টার মধ্যেই আ’লীগের নেতাকর্মীরা কেন্দ্র দখল করে, আমাদের এজেন্টদের মারধর করে বের করে দিয়ে জালভোট দিয়ে ব্যালট বাক্স ভর্তি করে দিছে। এটা প্রহসনের নির্বাচন। কোন সাধারণ ভোটার কেন্দ্রে আসতে পারেনি।
শনিবার (২৩ এপ্রিল) বেলা পৌণে ১১ টায় লাকসাম পূর্ব ইউনিয়নের নরপাটি এলাকায় নুরুন্নবী চৌধুরী নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষনা দেন। সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষনা দিয়ে বিএনপি প্রার্থী নুরুননবী চৌধুরী বলেন, এই ইউনিয়নে ভোট শুরুর আগেই নৌকা প্রতীকের নেতাকর্মীরা কেন্দ্র দখল করে, আমাদের এজেন্টদের মারধর করে বের করে দিয়েছে। আমাদের সাধারণ ভোটারদের ভয়-ভীতি দেখিয়ে কেন্দ্রে আসতে বাঁধা দিয়েছে। তাই কোন সাধারণ ভোটার কেন্দ্রে আসতে পারেনি। তাদের সন্ত্রাসীরা সবগুলো কেন্দ্র দখল করেছে। প্রত্যেকটি কেন্দ্রেই জালভোটের মহোৎসব হয়েছে।
কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, তিনটি কেন্দ্র স্থগিত করা হয়েছে । সংঘর্ষের বিষয়ে তেমন খবর পাইনি।
উল্লেখ্য যে, কুমিল্লার ৩ উপজেলার ২১৮ টি ভোটকেন্দ্রে ৪ লাখ ৫৮ হাজার ২২৩ জন ভোটার তাদের ইউপি নির্বাচনের ভোটাধিকার প্রয়োগ করার কথা। ইউপি নির্বাচনে কুমিল্লা সদরে ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২০ জন, সদস্য পদে ২১১ এবং সংরক্ষিত সদস্য পদে ৫০ জন লড়াই করে। বুড়িচং উপজেলার ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৪, সদস্য পদে ২১০ এবং সংরক্ষিত সদস্য পদে ৫০ জন। লাকসাম উপজেলার ৫ ইউনিয়নে চেয়ারম্যান ১৪ জন, সদস্য পদে ১০৫ জন এবং সংরক্ষিত সদস্য পদে ২৫ জন লড়াই করেন।
অতিরিক্ত নিরাপত্তার জন্য কুমিল্লা সদর উপজেলায় ২ প্লাটুন, লাকসামে ২ প্লাটুন এবং বুড়িচংয়ে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন ছিল। এছাড়া ভ্রাম্যমান আদালত নিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা ছিলেন বিভিন্ন নির্বাচনী এলাকায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি