বুধবার,৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


থ্যালাসিমিয়ার ভয়াবহতা বাড়ছে, দরকার সচেতনতা!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৪.২০১৬

Rog-400x250
ডেস্ক রিপোর্টঃ

বংশগত রক্তস্বল্পতা রোগ থ্যালাসিমিয়া। অসচেতনতার কারণেই দেশে প্রতিবছর এ রোগ নিয়ে জন্ম নিচ্ছে ৭ হাজার শিশু। আজীবন বয়ে বেড়ানো ব্যয়বহুল এ রোগের খরচ যোগাতে হিমশিম খাচ্ছে পরিবারগুলো। বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতা ও থ্যালাসিমিয়া সম্পর্কে অজ্ঞতা এবং সঠিক নির্দেশনার অভাবে বাড়ছে অকাল মৃত্যু।

ঢাকার সিপাহীবাগের বিউটি, তার ২টি সন্তানই থ্যালাসিমিয়া রোগে আক্রান্ত। বড় ছেলে শাকিলকে মাসে দুই বার রক্ত দেয়ার কথা থাকলেও টাকার অভাবে তা সম্ভব হয় না। অনিয়মিত চিকিৎসার কারণে শাকিলের শারীরিক জটিলতা দিনদিন বেড়েই চলেছে। একই অবস্থা বরিশালের মুলাদি থেকে আসা ৮ বছরের শিশু সন্তান মাহীর। মাহীর মা ফরিদা জানান, মেয়ের চিকিৎসা খরচ যোগাতে এরইমধ্যে বিক্রি করতে হয়েছে ভিটে-বাড়ি।

রাজধানীর চামেলিবাগের থ্যালাসিমিয়া ফাউন্ডেশনের ডে কেয়ার সেন্টারে ২ হাজার রোগী আসে। যাদের বেশির ভাগই শিশু। থ্যালাসিমিয়া ফউন্ডেশন হাসপাতালের মহাসচিব ডা. আব্দুর রহিম বলেন, এই রোগের নাম অনেকেই জানে। কিন্তু এই রোগ সম্বন্ধে এবং রোগের ভয়াবহতা সম্পর্কে তারা কিছুই জানেনা। এই না জানার ফলে অনেক থ্যালাসিমিয়ার বাহক নিজেদের মধ্যে বিয়ে করছেন। যার ফলে প্রতিবছর নতুন থ্যালাসিমিয়া রোগী জন্ম নিচ্ছে।’

বিশেষজ্ঞরা মনে করেণ, চিকিৎসকদের অজ্ঞতার কারণেই থ্যালাসিমিয়া রোগীর সংখ্যা বাড়ছে। এ বিষয়ে রক্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মনজুর মোরশেদ বলেন, বাংলাদেশে থ্যালাসিমিয়ায় আক্রান্ত রোগী আছে প্রায় ১ শতাংশের মত। এ রোগ সম্পর্কে বেশিরভাগ ডাক্তারই জানেনা অথবা যতটুকু জানেন তাও ভুল জানেন। যেমন আমি অনেক থ্যালাসিমিয়া আক্রন্ত শিশুকে রক্ত দেয়ার পরামর্শ দেই না। থ্যালাসিমিয়া মানেই রক্ত দিতে হবে এটা একটি ভুল ধারণা। যা অনেকের মধ্যেই আছে।

সংশ্লিষ্টরা বলছেন, এই রোগের ভয়াবহতা থেকে রেহাই পেতে মেডিক্যাল পাঠ্যক্রমে থ্যালাসিমিয়া অন্তর্ভূক্ত করা দরকার। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে সর্বস্তরের সচেতনতা তৈরি করা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি