বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


২০২০ সালের মধ্যে ম্যালেরিয়া মুক্ত হচ্ছে না বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৪.২০১৬

Maleria
ডেস্ক রিপোর্টঃ

পরিকল্পনা ছিলো ২০২০ সালের মধ্যেই বাংলাদেশকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করার। কিন্তু আপাতত সেটা সম্ভব হচ্ছে না। জলবায়ু পরিবর্তন, প্রতিবেশী ভারত ও মিয়ানমার সীমান্ত এলাকায় সংক্রমণ বেড়ে যাওয়াসহ নানা কারণে এবার বাংলাদেশকে ম্যালেরিয়া মুক্ত করার সময়সীমা বাড়ানো হচ্ছে আরো দশ বছর।

তবে সুখবর হলো, ২০১৪ সালে যেখানে হঠাৎ করে ম্যালেরিয়ার আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বেড়ে গিয়েছিলো, গত বছর থেকে সেটা আবার স্বাভাবিক হতে শুরু করেছে।

দেশের মোট জনগোষ্ঠীর ১ কোটি সাড়ে ৩২ লাখ মানুষ বাস করছেন ম্যালেরিয়ার ঝুঁকি নিয়ে। ১৩টি জেলার ৭১টি উপজেলায় এ রোগের প্রাদুর্ভাব দেখা গেলেও অধিক ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে তিন পার্বত্য জেলা এবং কক্সবাজার ও চট্টগ্রামকে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় সরকারী বেসরকারি বিভিন্ন সংস্থার উদ্যোগে ম্যালেরিয়া নিয়ন্ত্রণে কাজ চলছে।

২০০৮ সালে এ কার্যক্রম শুরুর বছরে যেখানে আক্রান্তের সংখ্যা ছিলো ৮৫ হাজার, ২০১৩ সালে সেটা কমে দাড়ায় ২৭ হাজারে। তবে ২০১৪ সালে এ সংখ্যা হঠাৎ দ্বিগুণেরও বেশি বেড়ে দাড়ায় ৫৭ হাজারে। আশার কথা গত বছর আক্রান্তের সংখ্যা কমে এসেছে ৪০ হাজারে। এ ক্ষেত্রে বাহক জনিত রোগগুলো প্রতিরোধে ওয়ান স্টপ সেন্টার চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।

এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ শামছুজ্জামান বলেন, বিশশ্বস্বাস্থ্য সংস্থার আঞ্চলিক অফিস কর্তৃক আমাদের টেকনিক্যাল এ্যাসিস্টেন্ট দেওয়া হয়েছে। আমরা ড্রাফ্ট ফাইনাল করে ফেলেছি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পর্যায়ের অনুমোদন পেলেই কার্যক্রম শুরু করব।

এছাড়া জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. এম এম আক্তারুজ্জামান বলেন, ২০১৪ সালে ম্যালেরিয়ায় আক্রান্ত ও মৃত্যুর হার যে পরিমান তার তুলনায় ২০১৫ সালে অনেক কম। এবং ২০১৬ সালের এই এপ্রিল মাস পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর এখনো পর্যন্ত কোথাও পাওয়া যায়নি।

২০২০ সালে যেখানে বাংলাদেশকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করার কথা, সেখানে হঠাৎ আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সরকারকে সেটা বিবেচনায় নিয়ে ২০৩০ সাল পর্যন্ত সময়সীমা বাড়াতে হচ্ছে।

ম্যালেরিয়া রিসার্চ গ্রুপ বাংলাদেশের প্রধান গবেষক অধ্যাপক ডা. এম এ ফয়েজ বলেন, আমাদের আর্থিক, কারিগরিদিকসহ অন্যান্য সকলদিক বিবেচনা করে আমাদের টেকনিক্যাল অংশ দেখতে হবে যে আমরা কোন সাল নাগাদ নির্মূল করতে পারব।

নিয়ন্ত্রণ কর্মসূচির অংশ হিসেবে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৬৮ লাখ দীর্ঘস্থায়ী মশারি বিতরণ করা হলেও বর্তমানে কার্যকর আছে মাত্র ৩৭ লাখ মশারি। বিশেষজ্ঞরা বলছেন দেশে ম্যালেরিয়ার সংক্রমন এখনো নিয়ন্ত্রণের পর্যায়ে আছে। তবে ধাপে ধাপে সেটিকে নির্মূলের পর্যয়ে নিয়ে যেতে হবে। বিশেষকরে ৫টি অধিক ঝুকিপূর্ণ জেলাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা গেলে স্বাস্থ্য খাতেও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার পথে হাটবে বাংলাদেশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি