রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


এজলাস ও বিচারক সংকটে ব্যাহত কুমিল্লা জুডিশিয়াল আদালতের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৪.২০১৬

Comilla-Ajlash-400x221
ডেস্ক রিপোর্টঃ

এজলাস ও বিচারক সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক কার্যক্রম। মাত্র ৬ জন বিচারক দিয়ে চলা এ আদালতে দিনদিন বাড়ছে মামলার জট। এতে বছর পর বছর ধরে ভোগান্তির শিকার হচ্ছেন বিচারপ্রার্থীরা। সংকটের কথা স্বীকার করে জেলার পাবলিক প্রসিকিউটর জানান, সমস্যা সমাধানে আইন মন্ত্রণালয়কে পদক্ষেপ নিতে হবে।

মামলার জট নিরসন ও বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে, ২০০৭ সালে কুমিল্লায় গঠিত হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এ আদালতের অধীনে, জেলার ১৬টি উপজেলার মামলা নিষ্পত্তিতে ১১টি আলাদা আমলি আদালতের কার্যক্রম শুরু হয়।

নিয়মানুযায়ী প্রত্যেকটি আদালতে একজন করে বিচারক থাকার কথা থাকলেও, রয়েছেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ মাত্র ৬ জন। এ কারণে, একসাথে দু’টি আদালতে দায়িত্ব পালনে হিমশিম খাচ্ছেন বিচারকরা। এতে বিচারিক কার্যক্রম ব্যাহত হওয়ায় ভোগান্তি বাড়ছে বিচারপ্রার্থীদের।

এ অবস্থায়, বিচারক নিয়োগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ নিতে হবে বলে মত দিলেন জেলার পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান। আর আদালতের প্রশাসনিক কর্মকর্তা জানান, সংকটের বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আর মামলার জট কমাতে, দেওয়ানী ও ফৌজদারি আইনের মামলা পরিচালনা ও আপিল নিষ্পত্তির জন্য আলাদা এজলাস ও দক্ষ বিচারক নিয়োগের দাবি জানিয়েছেন আইনজীবীরা। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ আদালতে এখন বিচারাধীন রয়েছে প্রায় ২৬ হাজার মামলা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি