রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লা মডার্ণ হাইস্কুল সরকারি অনুদান ছাড়াই পরিচালনার ঘোষণা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৪.২০১৬

5

৬ সহস্রাধিক শিক্ষার্থীর বিদ্যাপীঠ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ

সিরাজুল ইসলাম চৌধুরী:
কুমিল্লা মহানগরীর প্রাণকেন্দ্র নজরুল এভিনিউ এলাকায় অবস্থিত ও চট্টগ্রাম বিভাগের অন্যতম বৃহৎ কুমিল্লা মডার্ণ হাইস্কুলের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাসহ কোনও সরকারি অনুদান ছাড়াই নিজস্ব অর্থায়নে পরিচালনার ঘোষণা দিয়েছেন স্কুলের প্রতিষ্ঠাতা ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আফজল খান এবং তাঁর স্ত্রী প্রধান শিক্ষক নার্গিস সুলতানা। গতকাল মঙ্গলবার দুপুরে স্কুল মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এ ঘোষণা দেন। এসময় তারা ৬ সহস্রাধিক শিক্ষার্থীর এ শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে একটি মহলের নানা ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্কুলের সহকারি প্রধান শিক্ষক (প্রভাতী শাখা) মো: শহিদুল ইসলাম বলেন, ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এ স্কুলে বর্তমানে এমপিও এবং নন-এমপিওভুক্ত ১২০ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। তাঁদেরকে প্রতিমাসে প্রাতিষ্ঠানিক ও এমপিও (সরকারি বেতন ভাতার অংশ) এর সমপরিমাণ প্রায় ২০ লাখ টাকা বিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে দেয়া হয়। এক্ষেত্রে সরকার থেকে প্রাপ্ত বেতন-ভাতার অর্থ উত্তোলন করা হচ্ছে না। এতে শিক্ষার্থীদের অভিভাবকের উপর আর্থিকভাবে বাড়তি কোনও চাপ পড়বে না বলেও তাঁরা জানান। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিগত সময়ে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে চাকুরীচ্যুত সাবেক প্রধান শিক্ষক কোহিনুর বেগম ও কয়েকজন শিক্ষকসহ একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধনে ৬ সহস্রাধিক শিক্ষার্থীর এ স্কুলটি নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন এবং বিভিন্ন অপপ্রচার চালিয়ে পরিচালনা পর্ষদসহ স্কুলের ভাবমূর্তি ক্ষুণœ করছেন। সংবাদ সম্মেলনে স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আফজল খান ও তার স্ত্রী প্রধান শিক্ষক নার্গিস সুলতানা সরকারি নিয়মে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পরিশোধের আনুষ্ঠানিক ঘোষণা দেন। এসময় স্কুলের বিভিন্ন শাখার শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি